রাজ্য বিভাগে ফিরে যান

আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুরের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা

September 10, 2021 | < 1 min read

গণেশ চতুর্থীর দিন ভবানীপুরে উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়েছিলেন মমতা। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে তাঁকে হারিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার দুপুর ২টোয় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মমতার সঙ্গেই ছিলেন অন্য নেতারা।

২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়ে জেতেন মমতা। সেই প্রথম বিধানসভা ভোটে লড়লেন তিনি। তার পর থেকে ভবানীপুরেই ভোটে লড়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু ২০২১ সালে ভবানীপুর ছেড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে।

ভবানীপুরকে ৮টি ওয়ার্ডে ভাগ করে সুব্রত বক্সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের প্রবীণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিকে ভবানীপুর কেন্দ্রে বামেদের হয়ে লড়বেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপিও। মমতার বিরুদ্ধে তাঁদের বাজি আর এক আইনজীবী প্রিয়ঙ্কা টিবরীওয়াল।

মনোনয়ন পত্র জমা দিয়ে হাজরা রোডের মহারাষ্ট্র ভবনে যান মমতা। সেখানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #nomination, #tmc, #Bhabanipur, #Bypolls

আরো দেখুন