খেলা বিভাগে ফিরে যান

মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ এটিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে

September 10, 2021 | 2 min read

কয়েকদিন আগে করা এটিকের উৎসব পারেখের মন্তব্য মানতে পারেননি মোহনবাগান সমর্থকরা। এমনিতেই এটিকে মোহনবাগান মার্জারের পরে ঘটে যাওয়া একাধিক ঘটনা নিয়ে ফুঁসছিলেন শতাব্দীপ্রাচীন ক্লাবের সদস্য সমর্থকরা। এটিকে ডিরেক্টরের খোঁচা আগুনে ঘি ঢেলেছে। এবার এটিকের সঙ্গে মার্জার ভাঙার দাবিতে সরব হলেন সবুজ মেরুন সমর্থকরা। নিজেদের দাবিগুলি নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাবে জমায়েত হয়েছিল প্রায় ১০০ জন সদস্য, সমর্থক। 

তাঁদের প্রধান দাবি, এটিকের সঙ্গে গাঁটছড়া ভেঙে মোহনবাগানকে ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। কোনও ক্লাবের সঙ্গে মার্জারের পরিবর্তে সঠিক কোনও ইনভেস্টর নিয়ে এসে গৌরবোজ্জ্বল ১৩২ বছরের ইতিহাসের মর্যাদা দেওয়ার দাবি জানান হয়। তাঁদের পক্ষ থেকে আরও জানান হয়, মোহনবাগান ক্লাব ফিরিয়ে দিতে না পারলে পদত্যাগ করুক এটিকে মোহনবাগানের দুই ডিরেক্টর সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। ক্লাবের আবেগ এবং ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি করেন সমর্থকরা। এদিন তাঁদের মুখপাত্র হিসেবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সুমিত ঘোষ, অশোক দে, ঋষভ পালরা।

সুমিত ঘোষ বলেন, ‘সমর্থকদের ভুল বুঝিয়ে এটিকের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। আমরা চুক্তিপত্র দেখতে চেয়েছিলাম, সেটা এখনও পর্যন্ত দেখানো হয়নি। কর্তারা সমর্থক ভূমিকা নেয়নি। আমাদের লোগো কেন ব্যবহার করা হবে না? ১৩২ বছরের ক্লাব এটিকের নামে নথিভুক্ত। এটা কি ছেলেখেলা হচ্ছে? বলা হচ্ছিল আমরা তিন বছরের ক্লাব। ১৩২ বছরের ইতিহাস কি আমরা ভুলে যাব? আমাদের ক্লাব ফিরিয়ে দিতে হবে। নয়তো এই আওয়াজ থামবে না। এটিকে মোহনবাগান ১০ জুলাই ২০২০ তে গঠিত হয়েছে। আমাদের মোহনবাগান জার্সি ধার নিয়ে খেলা ক্লাবের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করছি।’

গোটা বিষয়টির জন্য বাগান কর্তাদের দায়ী করা হয়েছে। অভিশপ্ত মার্জার ভেঙে আবার ক্লাবকে স্বমহিমায় ফিরিয়ে এনে প্রায়শ্চিত্ত করুক দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুরা, এই দাবিতে সরগরম ছিল প্রেস ক্লাব প্রাঙ্গণ। পোস্টার, ব্যানার, সবুজ মেরুন রঙমশাল নিয়ে বিক্ষোভ দেখায় প্রায় শ’খানেক বাগান সমর্থক। দাবি একটাই, ‘ব্রেক দ্য মার্জার।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#mohunbagan, #Protest, #ATK

আরো দেখুন