দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন তিন কোটি মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী
বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীর আসনে বসেই, প্রতিশ্রুতি মতন কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বছরে দারুণ সাফল্য লাভের পর, গত ১৬ ই আগস্ট থেকে আবারও চালু করা হয় রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আর মাত্র এ কদিনেই রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ৩ কোটি মানুষ। একথা নিজে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছসিত মুখ্যমন্ত্রী লেখেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে গত ১৬ আগস্ট থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে ৩ কোটিরও বেশি মানুষের এসেছেন। এই প্রকল্পকে এত সফল করার জন্যে আমি পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ বাসীকে ক্যাম্পে এসে সরকারি সুবিধা নেওয়ার জন্যে ধন্যবাদ জানাই।’
প্রসঙ্গত, রাজ্যে দুয়ারে সরকারের মোট ৬৫ হাজার ৭১ টি ক্যাম্প করা হয়েছে। দুয়ারে সরকার শুরু হওয়ার পর সেই এই সকল ক্যাম্পে এসেছেন প্রায় ৩ কোটি মানুষ। কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মত নতুন কিছু প্রকল্পের সঙ্গে এবারের সংযোজন ‘লক্ষ্মী ভাণ্ডার’ই প্রধান আকর্ষণের বিন্দু হয়েছে রাজ্যবাসীর কাছে।