খেলা বিভাগে ফিরে যান

ম্যান ইউ তে ফায়ার প্রথম ম্যাচেই গোল সি আর সেভেনের

September 11, 2021 | < 1 min read

(ছবিঃ টুইটার থেকে সংগৃহীত)

শনিবার নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সমর্থকদের মনে একটাই প্রশ্ন ছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কি প্রথম একাদশে থাকবেন, নাকি তাঁকে পরে নামানো হবে? ম্যাচের এক ঘণ্টা আগেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যায়। প্রথম একাদশেই রোনাল্ডোকে রাখলেন কোচ ওলে গুন্নার সোলসার। কোচের আস্থার মান প্রথমার্ধেই দিলেন রোনাল্ডো। গোল করে এগিয়ে দিলেন ম্যান ইউকে।

(ছবিঃ টুইটার থেকে সংগৃহীত)

শনিবার বিকেলের দিকে নিউক্যাসলের বিপক্ষে ম্যাঞ্চেস্টারের প্রথম একাদশের ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায়, চতুর্থ স্থানে রয়েছে রোনাল্ডোর নাম। জার্সি নম্বর অনুসারে দল সাজানো হয়। সাত নম্বর জার্সিধারী রোনাল্ডো ছিলেন চার নম্বরে। ওল্ড ট্র্যাফোর্ডে শুধু রোনাল্ডো নয়, অভিষেক হল তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ তথা রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার রাফায়েল ভারানের। তিনি অবশ্য ম্যান ইউয়ের জার্সি গায়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন।


শনিবার স্থানীয় সময় দুপুর থেকেই ম্যাঞ্চেস্টারের রাস্তায় সমর্থকদের ঢল নামে। কাতারে কাতারে সমর্থক জার্সি পরে ওল্ড ট্র্যাফোর্ডের দিকে রওনা হতে থাকেন। প্রায় প্রত্যেকের পরনেই ছিল রোনাল্ডোর সাত নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম ভরে যায় দর্শকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manchester United, #Football, #Cristiano Ronaldo

আরো দেখুন