দেশ বিভাগে ফিরে যান

মোদী-শাহের ইশারা না মানলেই যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ? এবার গেলেন রূপানি

September 11, 2021 | < 1 min read

ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)। কেন হঠাৎ গুজরাতের মুখ্যমন্ত্রীর ইস্তফা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাজ্যপালের কাছে সাক্ষাতের পরে ইস্তফার কথা ঘোষণা করেন বিজয় রূপানি।

২০২শের মার্চ মাসে বিজেপি-শাসিত উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ত্রিভান্দ্রা সিংহ রাওয়াত। তার জায়গায় মুখ্যমন্ত্রী হন তীরথ নাথ সিংহ, তবে জুলাই মাসে তিনিও ইস্তফা দেন, আসেন পুষ্কর সিংহ ধামী।

বিজেপি-শাসিত অসমে মে মাসে ইস্তফা দেন সর্বানন্দ শোনেওয়াল, তার জায়গায় আসেন হিমন্ত বিশ্বশর্মা। বিজেপি-শাসিত কর্নাটকে গত জুলাই মাসে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিয়াপ্পা। তারপর, আজ গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি।

আজ রূপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। মুখ্যমন্ত্রী হিসেবে সব ধরনের দায়িত্ব পালন করেছি। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার পরে সাংগঠনিক কাজ করব। নতুন নেতৃত্বের হাতে যাক গুজরাতের উন্নয়নের দায়িত্ব।’

রূপানি যাই বলুন না কেন, নিন্দুকরা গুজব ছড়াচ্ছে, এসবই মোদী-শাহের ইশারা না মানার ফল। অঙ্গলিহেলন না মানলেই নাকি চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চাকরি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vijay Rupani, #Gujarat Chief Minister, #bjp

আরো দেখুন