ভ্যাকসিন দিয়ে খুলতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
পড়ুয়া ও কর্মীদের টিকাকরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্যাম্পাস খোলার প্রস্তুতি শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ঘুরে দেখেন উপাচার্য সুরঞ্জন দাস। বিভিন্ন ল্যাব, লাইব্রেরি ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয় খোলা হলে যেন কোনও সমস্যা না হয়, সেবিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও কর্মীদের ভ্যাকসিনেশনের জন্য স্বাস্থ্যদপ্তরে চিঠি দিয়েছিলেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় সরকারের কাছ থেকে ভ্যাকসিন কিনে নেবে, একথাও জানানো হয়। চিঠির উত্তরে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, সরকারের তরফে ভ্যাকসিন বিনামূল্যেই দেওয়া হবে। এদিন বিভিন্ন ক্লাসরুম, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর পরিস্থিতি খতিয়ে দেখা হয়। অন্যদিকে পড়ুয়া ও গবেষকদের ভ্যাকসিনেশনের জন্য অনলাইন নাম নথিভুক্ত করার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয়।
https://forms.gle/VaCurYf7XNuZJSAX7 এই লিঙ্কে ক্লিক করে দ্রুত নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ে সব পক্ষকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে সর্বসম্মত ভাবে আট দফা প্রস্তাব গৃহীত হয়। ওই আট দফা প্রস্তাবের মধ্যে রয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের আওতা থেকে ছাড় দিয়ে স্বাস্থ্য-বিধি মেনে ধাপে ধাপে ক্যাম্পাস খোলার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হোক।
এরপর ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আগে ইচ্ছুক পড়ুয়া, গবেষক ও শিক্ষাকর্মীদের জন্য অবিলম্বে প্রতিষেধক নিশ্চিত করা হোক। সংশ্লিষ্ট সব বিভাগকে উপাচার্য জানিয়েছেন, করোনা বিধি মেনে ক্যাম্পাস খোলার সব রকম প্রস্তুতি নিতে হবে।