রাজ্য বিভাগে ফিরে যান

কোনও গাড়ি-বাড়ি নেই, হলফনামায় আর কী জানালেন মমতা?

September 11, 2021 | < 1 min read

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে হলফনামাও। সেখানে নিজের যাবতীয় সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছেন মমতা। ওই হলফনামা অনুযায়ী, গত আর্থিক বছরের তুলনায় এই আর্থিক বছরে তাঁর পাঁচ লক্ষ টাকা আয় বেড়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল প্রার্থীর আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা। আবার ২০১৬ সালের বিধানসভা ভোটের আগের হলফনামা অনুসারে, তখন মুখ্যমন্ত্রীর আয় ছিল ৯ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা।

এখন মমতার ব্যাঙ্কে জমা রয়েছে ১৩ লক্ষ ১১ হাজার ৫১২ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। ওই সম্পত্তির মধ্যেই রয়েছে ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার। সব মিলিয়ে এই সম্পদই রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এ ছাড়া মমতার নামে কোনও বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তি নেই। আবার তাঁর নামে কোনও বকেয়া কর বা ঋণও নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #Bhawanipur, #Mamata Banejee

আরো দেখুন