উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপি সাংসদ রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পরিক্রমা করল এবিজিএল

September 12, 2021 | 2 min read

পাহাড়ে ফের সাংসদের কুশপুতুলে (Bengal News | Hill Politics) জুতোর মালা পরিয়ে পরিক্রমা করল ভারতীপন্থী অখিল ভারতীয় গোর্খা লিগ (এবিজিএল) (ABGL)।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র (Amit Shah) সঙ্গে বৈঠকের পর গত মাসে ঘোষণা করেছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। কিন্তু আজও সেই ত্রিপাক্ষিক নিয়ে কোনও চিঠিই পাঠায়নি কেন্দ্র।

প্রতিবাদে দার্জিলিংয়ে সাংসদের কুশপুতুলে জুতোর মালা পড়িয়ে শহর পরিক্রমা করে বিক্ষোভ দেখায় ভারতী তামাংপন্থী এবিজিএলের (ABGL) সদস্যরা। পরে দার্জিলিংয়ের বিধায়কের সঙ্গেও আলোচনা করেন তারা।

আগামী রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) কুশপুতুল নিয়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন (Bengal News | Hill Politics) দলের সাধারণ সম্পাদক এসপি শর্মা। অন্যদিকে বিজেপি সমর্থিত জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী যা আশ্বাস দিয়েছিলেন, তাই সাংসদ বলেছেন। অহেতুক সাংসদকে এখানে দায়ী করা হচ্ছে।

চলতি মাসের মধ্যেই ত্রিপাক্ষিকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভবনা। এমনটাই দাবি করেন বিধায়ক। তাঁর কথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ আন্দোলন করলে তাকে তো আর থামানো যাবে না।

অন্যদিকে নিজের জনপ্রিয়তা অর্জনে পথে অনীত থাপা (Anit Thapa)। আজ নিজের শহর কার্শিয়ংয়ে আসেন তিনি। তাঁকে বিপুল অভ্যর্থনা জানানো হয়। এদিন তিনি বলেন, গোর্খাল্যাণ্ডের দাবি থাকবেই। তা আদায়ে পৃথক টিম গঠন করা হয়েছে। ওই টিমই পুরো বিষয়টি স্টাডি করবে এবং কি উপায়ে দাবি আদায় হবে তা ঠিক করবে। কখনই পাহাড় জ্বালিয়ে দাবি আদায় করা হবে না। যা আগে দেখেছে পাহাড়বাসী।

অনীত বলেন, অন্য আরেকটি টিম পাহাড়ের উন্নয়নের দিক দেখবে। পাহাড়ের সার্বিক উন্নয়ন, বেকার সমস্যার সমাধানই মূল লক্ষ্য। নতুনভাবে দার্জিলিং গড়তে চাই। এজন্য সকলেরই সমর্থন প্রয়োজন। কার্শিয়ংয়ে বললেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা।

কাল দলের প্রথম বৈঠক দার্জিলিংয়ে। সেখানেই দলের সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এবং পরবর্তী কর্মসূচী ঠিক হবে। এদিন কার্শিয়ংয়ে জনতা রাস্তায় নেমে সাড়ম্বরে বরণ করে ‘ঘরের ছেলে’ অনীত থাপাকে। ছিল নেপালীদের ট্র‍্যাডিশনাল পোশাক ও বাজনা! যা দেখে উচ্ছ্বসিত অনীত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Raju Bista, #ABGL

আরো দেখুন