বাড়ানো হল পিএফ ও আধার সংযুক্তিকরণের সময়সীমা
পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন ক্ষেত্র থেকে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড নম্বরের সঙ্গে আধারের সংযুক্তিকরণ (সিডিং) প্রক্রিয়ার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। কেন্দ্রীয় পিএফ কমিশনারের অফিস থেকে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে। অতিরিক্ত চিফ পিএফ কমিশনার রাজীব বিস্ট এই নির্দেশ জারি করেছেন। দেশের সমস্ত পিএফ অফিসের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে শনিবার সন্ধ্যায়। এর ফলে গোটা দেশে এখনও যে প্রায় ৩৫ লক্ষ শ্রমিক-কর্মচারীর এই সংযুক্তিকরণ বাকি রয়েছে, তাঁদের উদ্বেগ অনেকটাই কমল বলে মনে করা হচ্ছে।
পিএফ কর্তৃপক্ষের এই নয়া সিদ্ধান্তের পিছনে রাজ্য সরকারের চাপ অনেকটা প্রভাব তৈরি করেছে বলে দিল্লির দপ্তর সূত্রের খবর। এরাজ্যের চা, বিড়ি, চট সহ বেশ কিছু শিল্পক্ষেত্রের শ্রমিকদের আধার তথ্যে গরমিল থাকায় তাঁদের ক্ষেত্রে এই সংযুক্তিকরণের কাজ করা সম্ভব হয়নি। একাধিক শ্রমিক ও মালিক সংগঠনের আর্জি এবং নবান্নের সবুজ সঙ্কেত পেয়ে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না সংযুক্তিকরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য চিঠি লেখেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তিনি ছাড়াও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, ইউটিইউসি’র সাধারণ সম্পাদক অশোক ঘোষ সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দও কেন্দ্রকে একই আর্জি জানান। রাজ্য সরকার ও বিবিধ ক্ষেত্রের চাপের পরিপ্রেক্ষিতেই এই আদেশ জারি করা হয়েছে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। বেচারামবাবু বিষয়টিকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জয় বলেই দেখতে চাইছেন।
দিল্লি থেকে জারি করা আদেশে পিএফ কর্তৃপক্ষ বলেছে, এখনও পর্যন্ত সারা দেশে ৯৪ শতাংশ ইপিএফ সদস্যের এই সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ হয়েছে। মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এই কাজের ব্যাপারে পিছিয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে বিড়ি, চট, নির্মাণ, চা, কফি, সিঙ্কোনা ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রেও এই সমস্যা থেকে গিয়েছে। তাই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হচ্ছে। এবার এই কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য শিল্পওয়াড়ি দ্রুত বিশেষ শিবিরও করতে হবে। ফি সপ্তাহে সেই শিবিরের ফলাফল সম্পর্কে দিল্লিতে রিপোর্ট পাঠাতে হবে আঞ্চলিক পিএফ অফিস থেকে। আধার এবং পিএফ নম্বর (ইউএএন)-এর সংযুক্তিকরণ না হওয়ার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কর্মীদের পিএফ বাবদ দেয় টাকা জমা না পড়ায় নিয়োগকারী সংস্থাকে কোনও জরিমানা করা হবে না বলেও জানানো হয়েছে ওই আদেশে।