উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে দাবার হাব গড়ার পরিকল্পনা দিব্যেন্দুর

September 13, 2021 | 2 min read

দাবা খেলার প্রসারে এবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে একটি হাব করার ইচ্ছে প্রকাশ করলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দেু বড়ুয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি নিয়ে একটি ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহকে নিয়ে আরও একটি হাব হবে। যেসব জায়গায় ক্যাম্প কম রয়েছে সেখানে কলকাতা থেকে দাবার প্রশিক্ষক পাঠানো, কোচদের প্রশিক্ষণ দেওয়া প্রভৃতির উপরে জোর দেওয়া হবে। সেইসঙ্গে এখানে আরও বেশি দাবা অ্যাকাডেমি খোলা গেলে ভালো হয় বলেও তিনি দাবি করেন।

রবিবার কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা ক্লাবে আসেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও তাঁর স্ত্রী সহেলি ধর বড়ুয়া। এদিন থেকেই কোচবিহারে যাত্রা শুরু করল সারা কোচবিহার দাবা সংস্থার। ওই সংস্থার উদ্যোগেই এদিন কোচবিহারে আসেন গ্র্যান্ড মাস্টার। দাবা খেলার প্রসারে কোচবিহারে টুর্নামেন্ট আয়োজন করা, কোচিং সেন্টার ও ক্যাম্প চালু করার উপরেও তিনি জোর দেন। উত্তরবঙ্গে বহু অভিভাবক দাবা খেলায় উৎসাহী বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু, এখানে পরিকাঠামোর অভাব রয়েছে। সেই কারণেই এখানে কিছুদিন অন্তর কোচিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। শুধু কোচবিহারই নয়, আশপাশের শহরগুলিতেও এই খেলাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। এদিন মহারাজা ক্লাবে ১৫-২০ জন খুদে দাবাড়ুদের সঙ্গে দাবা খেলাতেও অংশ নেন তিনি। প্রখ্যাত এই গ্র্যান্ড মাস্টারকে কাছে পেয়ে খুদে দাবাড়ুদের মধ্যেও ছিল প্রচুর উৎসাহ।

দিব্যেন্দু বড়ুয়া সাংবাদিক সম্মেলনে বলেন, উত্তরবঙ্গ নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে একসঙ্গে নিয়ে একএকটি হাব তৈরির ইচ্ছে আছে। প্রয়োজনে কলকাতা থেকে কোচ পাঠানো হবে। যাতে তাঁরা জানতে পারেন যে কীভাবে বাচ্চাদের শেখাতে হবে। কারণ কোচিংও একটি শিল্প। এছাড়াও ক্যাম্প, টুর্নামেন্ট করা হবে। সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে এ কাজ এখানে করা হবে।

তিনি আরও বলেন, কোচবিহারে প্রচুর প্রতিভা রয়েছে। আমি বিশ্বাস করি সমস্ত জেলাতেই এমন প্রতিভা ছড়িয়ে রয়েছে। এদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইচ্ছে রয়েছে আগামী দিনে টুর্নামেন্ট ও কোচিং ক্যাম্প করার। আমরা এখানে যদি বছরে কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করতে পারি তাহলে এখানকার খেলোয়াড়দের আর বাইরে যেতে হবে না। স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা বলে বোঝানো দরকার, সেখানেও দাবা খেলা চালু করা প্রয়োজন। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dibyendu barua, #chess, #chess hub

আরো দেখুন