মোদীর জন্মদিন ‘উত্সব’! কটাক্ষ তৃণমূল সাংসদ জহর সরকারের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জন্মদিনকে কেন্দ্র করে যেভাবে সারা দেশ জুড়ে “উত্সবে” মেতেছে বিজেপি তার থেকেই স্পষ্ট তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের উত্সবকে কেন্দ্র করে এমনই এক টুইট বার্তায় কটাক্ষ করেন তাকে। জহর সরকার তার টুইটে লেখেন” নিরাপত্তাহীনতা আত্মম্ভরিতার জন্ম দেয়। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা মোদী উপাসনার যে কর্মসূচি দেখছি, তা থেকে এটাই স্পষ্ট যে তিনি নিজেও চিন্তিত আদৌ তিনি পরেরবার টিকে থাকবেন কিনা।”
উল্লেখ্য আগামী ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন আর সেই উপলক্ষেই বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে একগুচ্ছ অনুষ্ঠান পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। আর এই কর্মসূচি পালনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হতে চলেছে সেটাও বেশ চোখে পড়ার মতো বলেই বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের “উত্সব” হিসেবে যেমন গ্রামে গ্রামের সকাল থেকে ধর্মীয় সংগীত পরিবেশন করা হবে ঠিক তেমনই বয়স্করা যাতে তাকে আশীর্বাদ করেন তারও “বিশেষ” কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগ আর পোস্টকার্ডও বাজারে ছাড়া হচ্ছে এই উপলক্ষে।
আর এই পুরো অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে “সেবা ও সমর্পণ” কর্মসূচি ।এর আগে কোন প্রধানমন্ত্রী কে নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য সারাদেশ ব্যাপী এই রকম অনুষ্ঠান করতে দেখা যায়নি। নিজের নিম্নগামী জনপ্রিয়তাকে তুলে ধরার এই অদম্য প্রয়াস কে দেখেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের তাকে এই টুইট খোঁচা।