রাজ্য বিভাগে ফিরে যান

এবার এক লক্ষ নতুন শ্রমিকের প্রশিক্ষণ, উদ্যোগ রাজ্য সরকারের

September 13, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রমদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে আজ, সোমবার থেকে রাজ্যের ৭০টি চটকলে ১ লক্ষ নতুন শ্রমিক প্রশিক্ষণ (স্কিল ডেভেলপমেন্ট) কাজ শুরু করল রাজ্য সরকার।

এদিন শক্তিগড় টেক্সটাইল ইন্ডাস্ট্রির অন্তর্গত হেস্টিংস জুট মিলে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার জাভেদ আখতার, প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, রিষরার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুরের পৌর প্রশাসক গৌরমোহন দে, অতিরিক্ত লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, শক্তিগড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি সঞ্জয় কাজারিয়া সহ আধিকারিক বৃন্দ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Skill development, #West Bengal

আরো দেখুন