আগামীকাল খুলছে চিড়িয়াখানা, জেনে নিন যেতে হলে কী নিয়ম মানতে হবে
মহামারী আতঙ্ককে পিছনে ফেলে ধীরে ধীরে সেরে উঠছে কলকাতা। ফিরছে স্বাভাবিক ছন্দে। সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক আগেই খুলে গিয়েছিল। এবার খুলে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাও (Alipore Zoo)। বুধবার থেকে আমজনতা প্রবেশ করতে পারবেন সেখানে। তবে প্রবেশের সময় মানতে হবে কড়া কোভিডবিধি (COVID-19 Rules)।
করোনার প্রকোপ থেকে পশু-পাখিদের বাঁচাতে সরকারি নিয়ম মেনে আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা চাপিয়েছিল কর্তৃপক্ষ। করোনার দাপটে স্তব্ধ হয়েছিল জনজীবন। গত কয়েক সপ্তাহ ধরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। এদিকে পুজোর বাদ্যিও বেজে গিয়েছে। এমন আবহে চিড়িয়াখানা খুলে দেওয়া যেতে পারে। জানিয়েছে সরকারও। তাই নিয়ম মেনে খুলে দেওয়া হচ্ছে চিড়িয়াখানা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকলের জন্য খুলছে চিড়িয়াখানা। তবে প্রবেশ করতে হলে মানতে হবে কোভিড নিয়ম। প্রবেশে মুখেই থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হবে। পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। সতর্ক করা হচ্ছে শিশুদের। এমন পরিস্থিতিতে কি শিশুরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে?
কর্তৃপক্ষ জানিয়েছে, কারোর প্রবেশের উপরই কোনও নিষেধাজ্ঞা নেই। নিয়ম মানলেই শিশুরাও প্রবেশ করতে পারবে। চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলেও সমস্যা নেই। তবে এই মরশুমে এত দর্শক একসঙ্গে আসবেন না বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে আর দেরি কেন, বাড়ির কচিকাচাদের নিয়ে একবার ঢুঁ মেরে আসতেই পারেন আলিপুর চিড়িয়াখানায়। তবে কোভিডবিধি মানতে ভুলবেন না।