দেশ বিভাগে ফিরে যান

পরাজয়ের ভয়ে রাজ্যসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপির

September 15, 2021 | < 1 min read

একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন থেকে যেখানে যত নির্বাচন অনুষ্ঠিত হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি। কিন্তু কিছুদিন আগেই রাজ্য সরকার দীনেশ ত্রিবেদী পদত্যাগের ফলে ফাঁকা হওয়ার আসনে তৃণমূল জহর সরকারের নাম ঘোষণা করার পরে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করার পরেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছিল যেখানে পরাজয় নিশ্চিত সেখানে প্রার্থী দেওয়ার দরকার নেই।

এরপরে চলতি সপ্তাহে রাজ্যসভার আরেকটি আসনের মাননীয় ছেড়ে যাওয়ার ফলে ফাঁকা হওয়া জায়গায় তৃণমূল সুস্মিতা দেব এর নাম ঘোষণা করে তাদের প্রার্থী হিসেবে। রাজ্যসভার এই আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারী রাজ্য নেতৃত্তের হেরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু এবারে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তিনি নেতৃত্তের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলায় বিজেপি নেতৃত্ব যেন সুস্মিতা দেব এর বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড় না করায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #Rajya Sabha

আরো দেখুন