আয়করের নজরে সোনু সুদ, মুম্বই অফিসে সার্ভের নামে চলালো তল্লাশি
ফের আয়করের নজরে বলিউড অভিনেতা। এবার আয়কর দপ্তরের আতসকাচের নীচে ‘রবিনহুড’ সোনু সুদ। মুম্বইয়ে অভিনেতার অফিস সহ তাঁর সঙ্গে সম্পর্কিত ছয় জায়গায় তল্লাশি চালাচ্ছে Income Tax। আয়করের তরফে জানানো হয়েছে কোনও রেইড নয়, চলছে সার্ভে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর হাই-প্রোফাইল বৈঠকের পরই তাঁর অফিসে হানা দিল কেন্দ্রীয় সংস্থা, আয়কর বিভাগ। সোনুর সমস্ত অফিস খতিয়ে, খুঁটিয়ে দেখেন তাঁরা। তবে কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি।
দিল্লি আম আদমি সরকারের পক্ষ থেকে অভিনেতা সোনু সুদকে বিদ্যালয়ের পড়ুয়াদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনুর বৈঠকের পর থেকেই রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু সাক্ষাৎ শেষে অভিনেতা বেরিয়ে আসার পর তাঁকে জিজ্ঞাসা করা হলেও তিনি এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। তবে এর আগে সোনু জানিয়ে ছিলেন তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই।
অভিনেতা সত্ত্বার থেকেও মানবদরদী কাজের জন্য ৪৮ বছর বয়সী সোনু সকলের অত্যন্ত প্রিয়। করোনা পরিস্থিতিতে তাঁর প্রচেষ্টাতেই লকডাউনেও বাড়িতে নিজের প্রিয়জনের কাছে ফিরতে পেরেছিলেন লাখ লাখ পরিযায়ী শ্রমিক। শুধু তাই নয়, বিভিন্ন অভাবী মানুষের কাছে সঠিক সময়ে ভগবানের দূতের মতো সাহায্য পাঠিয়ে দিয়েছেন সোনু সুদ।
২০২০ সালে করোনা থাবা বসানোর পর থেকে গরিবের কাছে ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি এবং তাঁর গোটা টিম। আরও সংগঠিতভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শুরু করেছেন Sood Foundation। টাকার অভাবে কেউ পড়তে পারছে না, ট্রাক্টরের অভাবে কে চাষ করতে পারছে না, সবার সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন এই মসিহা। অভিনেতার এই অবদানের কারণেই সাধারণ মানুষের কাছে তিনি সুপারম্যান, প্রায় ভগবান তুল্য। পরিযায়ী শ্রমিকদের শুধু বাড়ি ফিরিয়ে দেওয়াতেই সোনুর কাজ শেষ হয়নি। তাদের জন্য বিকল্প জীবিকার পথও দেখিয়েছেন তিনি।
আগামীদিনে অক্সিজেনের অভাবে যাতে কোনও Covid19 রোগীর প্রাণ না যায় তা নিশ্চিত করতে দেশে বেশ কয়েকটি অক্সিজেন প্লান্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে অভিনেতার। চিন, ফ্রান্স ও তাইওয়ানের কয়েকটি সংস্থার সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চালাচ্ছে Sood Foundation।