দেশ বিভাগে ফিরে যান

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন কানহাইয়া কুমার, যোগদানের জল্পনা

September 16, 2021 | < 1 min read

জল্পনা ছিল। সেই জল্পনার পালে আরও হাওয়া দিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar))। কংগ্রেস (Congress))নেতা রাহুল গাঁধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করলেন তিনি। এই সাক্ষাতের পরেই সিপিআই (CPI) নেতা কানহাইয়ার কংগ্রেসে যোগদানের জল্পনা আরও বেড়েছে। শুধু কানহাইয়া নন, পাতিদার সম্প্রদায়ের নেতা তথা গুজরাতের নির্দল বিধায়ক জিগ্নেশ মেবাণীও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন বলে সূত্রের খবর। গুজরাতের গত বিধানসভা নির্বাচনে জিগ্নেশের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। তার ফলে নির্বাচনে জিততে কিছুটা হলেও সুবিধা হয়েছিল তাঁর। তিনিও কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

কানহাইয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সিপিআই-এ আর মানিয়ে নিতে পারছেন না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি। মঙ্গলবার তিনি রাহুলের সঙ্গে দেখা করেন। কানহাইয়ার কংগ্রেসে যোগ নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, ‘‘আমি কেবল এটুকুই বলতে পারি যে চলতি মাসে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কানহাইয়া। তিনি সেখানে বক্তব্যও রেখেছিলেন।’’

কংগ্রেস সূত্রে খবর, বিহারে কানহাইয়াকে ব্যবহার করতে চাইছে দল। গত বিধানসভা নির্বাচনে বিহারে জোট সঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের তুলনায় অনেক খারাপ ফল করেছে কংগ্রেস। ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টি আসন পেয়েছে তারা। কানহাইয়া সেখানকার ভূমিপুত্র। এই তরুণ নেতাকে কাজে লাগিয়ে বিহারে নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে কংগ্রেস। এখন দেখার কানহাইয়া কংগ্রেসে যোগ দেন কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #Kanhaiya Kumar

আরো দেখুন