রাজ্য বিভাগে ফিরে যান

এবার বাংলাতে আসছে রান্নার গ্যাসের স্বচ্ছ সিলিন্ডার

September 16, 2021 | 2 min read

শীঘ্রই বাজারে আসছে রান্নার গ্যাসের স্বচ্ছ সিলিন্ডার। প্রাথমিকভাবে কলকাতা ও শিলিগুড়ির বাজারে আসতে চলেছে এই সিলিন্ডারগুলি। তা বাজারে আনছে ইন্ডিয়ান অয়েল। ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও ওই সিলিন্ডার বিক্রি করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি। তাদের বজবজ এবং রানিনগর বটলিং প্ল্যান্ট থেকে ওই সিলিন্ডারগুলি বাজারে আনা হবে।

বাজারে এখন সাধারণভাবে তিনটি ওজনে সিলিন্ডার পাওয়া যায়। গৃহস্থের জন্য ১৪.২ কেজি, বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ১৯ কেজি এবং যে কোনও কাজে ব্যবহারের জন্য পাঁচ কেজি সিলিন্ডার মেলে। এর মধ্যে ভর্তুকি পাওয়া যায় শুধুমাত্র ১৪.২ কেজি সিলিন্ডারে। সব ক্ষেত্রেই গ্যাস বিক্রি হয় লোহা বা স্টিলের সিলিন্ডারে। এসবের পাশাপাশি স্বচ্ছ সিলিন্ডার আনার প্রস্তুতি নিতে শুরু করে তেল সংস্থাগুলি। এই সিলিন্ডারগুলি পাওয়া যাবে ১০ এবং পাঁচ কেজির মাপে।

পাইলট প্রকল্পে সেই সিলিন্ডার বিক্রির উদ্যোগ শুরু হয়েছিল আগেই। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের ১৯টি বড় ও মাঝারি শহরে। এবার তা আসছে কলকাতাতেও। এরাজ্যে ইন্ডেনের এলপিজি বিভাগের চিফ জেনারেল ম্যানেজার অভিজিৎ দে বলেন, প্রাথমিকভাবে আমরা কলকাতা ও শিলিগুড়িতে কম্পোজিট সিলিন্ডার চালু করব। তারপর ধাপে ধাপে তা পৌঁছবে অন্যান্য জায়গায়।

স্বচ্ছ সিলিন্ডারগুলি আসলে তিনটি লেয়ার বা স্তরের কম্পোজিট সিলিন্ডার, যার অন্যতম উপাদান ফাইবার গ্লাস। ফলে এটি হালকা। তেল সংস্থার কর্তাদের দাবি, যেহেতু এগুলি দেখতে ভালো এবং সহজেই বহন করা যায়, তাই গ্রাহকের চাহিদা বাড়বে। ক্রেতারা চাইলে তাঁদের চলতি সিলিন্ডারগুলি বদলে এই সিলিন্ডার নিতে পারেন। কিন্তু নতুন সিলিন্ডারগুলিতে ভর্তুকি মিলবে না। তবে গ্রাহকের একাংশের বক্তব্য, সিলিন্ডারে ভর্তুকির ব্যবস্থা রাখলে ভালো হত। কারণ এমনিতেই সিলিন্ডারগুলির দাম বেশি। ফলে গ্রাহককেও কিছু আর্থিক সুরাহা দেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Gas Cylinders

আরো দেখুন