HappyBirthDayModiJi – মোদীর জন্মদিন পালনে ‘টুলকিট’ ব্যবহার বিজেপির
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন। সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের তাবড় তাবড় নেতারা। বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। #HappyBirthDayModiJi হ্যাশট্যাগ ট্রেন্ড করছে সকাল থেকেই। কিন্তু এই ট্রেন্ড কতটা স্বতঃস্ফূর্ত আর কতটা ‘ম্যানুফ্যাকচার্ড’ তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
সূত্রের খবর, #HappyBirthDayModiJi হ্যাশট্যাগ ট্রেন্ড করার জন্য টুলকিট তৈরি করেছে বিজেপি। সেই টুলকিট শেয়ার করা হয়েছে সমর্থকদের সাথে। সেখান থেকেই টুইটার বার্তা এবং হ্যাশট্যাগ হুবুহু কপি করে বিজেপি সমর্থকরা একের পর এক টুইট করে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর জন্মদিনের নামে চলছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন।
বিষয়টি সামনে এনেছেন অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। টুইটে একটি ভিডিও পোস্ট করে তিনি দানি করেছেন যে বিজেপির টুলকিটের এক একটি লেখা দিয়ে টুইটারে সার্চ করলেই হ্যাশট্যাগে অজস্র টুইট সামনে আসছে।
এটা বিজেপির কাছে নতুন কিছু নয়। বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের পর কিংবা কৃষক আন্দোলনের সময়ও বিজেপির বিরুদ্ধে টুলকিট ব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার বিষয়টি প্রমাণ সহ প্রকাশ্যে আনলেন এই সাংবাদিক।