তথ্য যাচাই বিভাগে ফিরে যান

দেশজুড়ে প্রতিদিন ২টি করে কলেজ তৈরি হয়েছে মোদীর আমলে? জানুন আসল সত্য

September 17, 2021 | < 1 min read

দাবি

সম্প্রতি শিক্ষা পর্ব ক্যাম্পেনের সময় বিজেপি টুইটারে দাবি করেছে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন দেশে দুটি করে কলেজ গড়েছে কেন্দ্র সরকার।

সত্যতা

উচ্চশিক্ষা সংক্রান্ত সর্বভারতীয় জরীপ অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবর্ষে দেশে কলেজের সংখ্যা ছিল ৩৬,৬৩৪। ২০১৯-২০ সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪২, ৩৪৩। অর্থাৎ ৫, ৭০৯ টি নতুন কলেজ তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর শাসন কালে।

সাধারণত, কলেজ তিন ধরনের হয়। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি।

উচ্চশিক্ষা জরীপ অনুযায়ী বেসরকারি কলেজ দুধরণের। এক সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন কলেজ। যারা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, ট্রাস্ট বা বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। সরকার থেকে কোন রকম আর্থিক সাহায্য পায় না এই কলেজগুলি। এমনকি কোন এককালীন অর্থও না।

আর অপরটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। যারা নিয়মিত সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে।

আর সরকারি কলেজের সব রকম দায়ভারই থাকে সরকারের।

উচ্চশিক্ষা জরীপ অনুযায়ী দেশে মোট ৩১,৩৯০ বা ৭৮.৬% বেসরকারি কলেজ আছে। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সংখ্যা ৫,৩৩৬ যা মোট কলেজের ১৩.৪%। সরকারি সাহায্য পায় না এরকম কলেজের সংখ্যা ২৬,৫০২ যা মোট কলেজের ৬৫.২%। সরকারি কলেজ ৮,৬৫৫ যা মোট কলেজের ২১.৪%।

অর্থাৎ প্রতিদিন ২টি করে কলেজ প্রতিষ্ঠা করার বিজেপি দাবিটি সম্পূর্ণ মিথ্যে। কারণ, বেসরকারি কলেজ প্রতিষ্ঠায় সরকারের কোন অবদান নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Fact Check

আরো দেখুন