রাজ্য বিভাগে ফিরে যান

১লা অক্টোবর খুলছে সুন্দরবন, খুশির জোয়ার পর্যটন মহলে

September 17, 2021 | < 1 min read

বৃহস্পতিবার রাজ্যের সব জাতীয় উদ্যান, অভয়ারণ্য ইত্যাদি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। বাদ ছিল সুন্দরবন। তবে এদিন বিজ্ঞপ্তি জারি করে সুন্দরবনের জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করা হল। তাতে বলা হয়েছে, সুন্দরবনের যেসব জায়গা এতদিন করোনার কারণে বন্ধ রাখা হয়েছিল, সেগুলি ১ অক্টোবর খুলে দেওয়া হবে। তবে করোনাবিধি মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
কোভিডের কারণে মার্চ মাস থেকে বন্ধ সুন্দরবন। এর ফলে সমস্যায় পড়েছেন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

তাই সুন্দরবন জঙ্গল খুলে যাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হতে খুশি তাঁরা। তবে পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রাখা হয়েছে। প্রত্যেককে মাস্ক পরে জঙ্গলের বিভিন্ন এলাকায়  প্রবেশ করতে হবে। বিভিন্ন এলাকায় রাখা হবে নজরদারি। কিন্তু  লঞ্চ বা নৌকায় কতজন পর্যটক বহন করা যাবে, এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে।
এতদিন জঙ্গল খোলার নিশ্চয়তা ছিল না। তাই পুজোর এক মাস আগেও সুন্দরবনের বুকিং নিয়ে আগ্রহ ছিল না পর্যটকদের। উদ্বেগে ছিলেন হোটেল ব্যবসায়ীরা। এদিনের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁদের। এবার বুকিংয়ে ভালো সাড়া মিলবে বলেই হোটেল মালিকরা আশা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism, #Bengal, #sundarban

আরো দেখুন