← দেশ বিভাগে ফিরে যান
অসমের ডিটেনশন ক্যাম্পে অমানবিক অত্যাচারের অভিযোগ, প্রতিবাদ তৃণমূলের
অসমের (Assam) ডিটেনশন ক্যাম্পে (Detention Camp) অমানবিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল (Trinamool) নেতৃত্ব।
জানা গেছে, ডিটেনশন ক্যাম্পে পুলিস গঙ্গাধর প্রামানিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে শনিবার রাধানগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি প্রতিবাদ সভাও করা হয়।
প্রায় ১০ বছর আগে গঙ্গাধর অসমে যান কাজের সূত্রে। তিন বছর আগে, পরিচয়পত্র না থাকার দরুন তাকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়। এরপর সামাজিক কর্মীদের হস্তক্ষেপে তিনি জামিন পান এবং বাঁকুড়ার রাধানগরে ফিরে আসতে পারেন। তারপরই ডিটেনশন ক্যাম্পের অমানবী ব্যবহারের কথা প্রকাশ্যে আসে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি আলোক মুখোপাধ্যায়, বিধায়ক তন্ময় ঘোষ সহ একঝাঁক নেতৃত্ব।