দুয়ারে সরকারের ক্যাম্পে নাম লিখিয়েছেন? হাতে পাবেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প থেকে সরকারি প্রকল্পের সুবিধা নেবেন যাঁরা, তাঁরা প্রকল্পের কাগজপত্র, কার্ড বা সার্টিফিকেট তো পাবেনই, সেই সঙ্গে হাতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শুভেচ্ছাবার্তা (Greetings)। শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের এই মর্মে নির্দেশ দিয়েছেন যে দুয়ারে সরকারের ক্যাম্পে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা নিতে এসেছেন তাঁদের ভেরিফিকেশনের পরে সার্টিফিকেট, নির্দিষ্ট প্রকল্পের জন্য দরকারি কাজগপত্র দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও দিতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সার্টিফিকেট, অন্যান্য নথিপত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাও পৌঁছে যাবে গ্রাহকদের কাছে। জেলাশাসকরা দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন।
দ্বিতীয় দফায় দুয়ারে সরকারে বাংলার প্রায় ৪০ শতাংশ মানুষ গিয়েছিলেন পরিষেবা পেতে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী মোট সংখ্যাটা প্রায় ৪ কোটি। দুয়ারে সরকারের শেষদিনের পরিসংখ্যান বলছে, সরকারি এই প্রকল্প সুপার ডুপার হিট। দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা গিয়েছিল। সূত্রের খবর, এই সমস্ত প্রকল্পের জন্য যাঁরা আবেদন করেছিলেন তাঁদের ভেরিফিকেশনের পরে সার্টিফিকেট বা প্রকল্পের কার্ড দেওয়া হবে, সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও দেওয়া হবে। ইতিমধ্যেই কাস্ট সার্টিফিকেট ও কয়েকটি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন যাঁরা তাঁরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হাতে পেয়েও গেছেন।
গত ১৬ অগস্ট থেকে ‘দুয়ারে সরকার’-এর দ্বিতীয় দফা শুরু হয়েছিল। এর আগে প্রথম দফায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। এখনও পর্যন্ত চারটি প্রকল্প সবচেয়ে চেশি জনপ্রিয়তা লাভ করেছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ছাড়াও রয়েছে ‘স্বাস্থ্য সাথী’, ‘খাদ্য সাথী’। এছাড়া কাস্ট সার্টিফিকেটের কাজেও অনেকে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে গিয়েছেন। মনে করা হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জনপ্রিয়তার কারণেই এই দফায় ‘দুয়ারে সরকার’ও আগের চেয়ে এত জনপ্রিয়। ‘দুয়ারে সরকার’-এর প্রায় ৭৫ শতাংশ মানুষই গিয়েছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা নিতে।
সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ দুয়ারে সরকার। এর আগে কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পে যারা সুযোগ পেয়েছিলেন, তারাও পেয়েছিলেন শুভেচ্ছাবার্তা। এবার দুয়ারে সরকারের ক্যাম্পে যাঁরা এসেছেন তাদের কাছেও পৌঁছে যাবে মমতার শুভেচ্ছা বার্তা।