বিনোদন বিভাগে ফিরে যান

নতুন রূপে ক্রাইম থ্রিলার, মুক্তি পেল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-এর ট্রেলার

September 18, 2021 | 2 min read

পুজোর (Durga Puja 2021) আগে একের পর এক বাংলা ছবির (Bengali Films) মুক্তি। শীঘ্রই মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র টানটান ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। ছবিটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন ‘চন্দ্রকান্ত’-কে। ‘ষড়রিপু’ ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।

পুজোর (Durga Puja 2021) আগে একের পর এক বাংলা ছবির (Bengali Films) মুক্তি। শীঘ্রই মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র টানটান ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। ছবিটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন ‘চন্দ্রকান্ত’-কে। ‘ষড়রিপু’ ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।

ছবির বেশ কিছুটা অংশ কালিম্পঙে শ্যুটিং করা হয়েছে। এই ছবি হিট হলে ‘ষড়রিপু ৩’-ও ৈতরি করবেন পরিচালক। এরই সঙ্গে দীর্ঘদিন পর ফের বড়পর্দায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে দর্শক পাবেন, তা অবশ্যই বড় পাওনা। ছবির ট্রেলার উঠে এসেছে ষড়রিপু কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য-এর কথা। ট্রেলারে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে বলতে শোনা গেল মানুষের সব অপরাধের পিছনে ষড়রিপুর কাজের কথাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#saswata chatterjee, #Bengali Cinema, #Tollywood

আরো দেখুন