← দেশ বিভাগে ফিরে যান
জল্পনার অবসান, প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেল পঞ্জাব
একেবারে শেষবেলায় চমক। দুপুর থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সুখজিন্দর সিং রানধাওয়া এগিয়ে থাকলেও শেষপর্যন্ত বাজিমাত করলেন চিরঞ্জিত সিং চান্নি। বিধানসভা ভোটের মাসকয়েক আগে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হলেন তিনি। সঙ্গে ১৯৬৬ সালে রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেল পঞ্জাব।
রবিবার সন্ধ্যার দিকে টুইটারে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াত বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সর্বসম্মতভাবে পঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে চিরঞ্জিত সিং চান্নি নির্বাচিত করা হয়েছে।’ অর্থাৎ পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন চিরঞ্জিত। যিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। ইতিমধ্যে রাজভবনেও পৌঁছে গিয়েছেন।