আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

১০০ কোটি নাগরিকের করোনা টিকাকরণ সম্পূর্ণ, দাবি চীনের

September 19, 2021 | < 1 min read

দেশের ১০০ কোটি নাগরিকের করোনার সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করল চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। একটি প্রেস বিবৃতিতে কমিশনের মুখপাত্র মি ফেং জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ২১৬ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। তার মাধ্যমে এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গত মাসে দেশের ৮৯ কোটি জনতার করোনা টিকাকরণ সম্পূর্ণ হয়েছিল বলেও জানান তিনি।

টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে মুখ না খুললেও, প্রথম সারির চীনা ভাইরোলজিস্ট ঝোং নানশান জানিয়েছেন, এবছরের মধ্যেই মোট জনসংখ্যার অন্তত ৮০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ করতে চাইছে সরকার। বর্তমানে ডেল্টা ভ্যারিয়ান্টের প্রকোপ জর্জরিত চীন। দক্ষিণ-পূর্বে ফুজিয়ান প্রদেশের তিনটি শহরে সংক্রামিত হয়েছে ২০০ জনেরও বেশি মানুষ। যার মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। 

TwitterFacebookWhatsAppEmailShare

#china, #Vaccination

আরো দেখুন