সোনাজয়ী নীরজ চোপড়ার জ্যাভলিনের নিলামে দর উঠল ১০ কোটি
নিলামে অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার জ্যাভলিনের দর শনিবার সন্ধে পর্যন্ত উঠল ১০ কোটি টাকা। জ্যাভলিনের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। নীরজের মতো বক্সার লভলিনার গ্লাভসের দামও ১০ কোটি টাকা উঠেছে। যার বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। অলিম্পিক্সজয়ী সকলেরই ক্রীড়া সরঞ্জামের নিলাম করা হয়। একদিনের মধ্যেই প্রায় প্রত্যেক অলিম্পিয়ানেরই সরঞ্জামের দাম অবিশ্বাস্যরকমভাবে বেড়েছে। নিলাম চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
এছাড়া পি ভি সিন্ধুর ব্যাডমিন্টন কিটের দাম উঠেছে ৯ কোটি টাকা, যার বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। অন্যদিকে সোনাজয়ী প্যারালিম্পিয়ান সুমিত অ্যান্তিলের জ্যাভলিনেরও আকাশছোঁয়া দাম উঠেছে। বেস প্রাইস ১ কোটি টাকা থেকে নিলামে তার দাম উঠেছে ৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গবস্ত্রের বেস প্রাইস ছিল ৫০০ টাকা। নিলামে তার দর উঠেছে ৬০০ টাকা। রামমন্দিরের রেপ্লিকার দরও খুব বেশি ওঠেনি।