বিজেপির দখলে থাকা পঞ্চায়েত হাতছাড়া নাগরাকাটায়
এবার নাগরাকাটায় বিজেপির বড় ভাঙন। বিজেপির দখলে থাকা চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েত এবারে তৃণমূলের দখলে চলে গেল।
সোমবার জলপাইগুড়িতে এই নাগরাকাটার চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের সাতজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। এদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ।
প্রসঙ্গত এই চম্পাগুড়ি জিপিতে মোট আসন সংখ্যা ২৫ টি এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একাই ১৬ টি আসন পেয়েছিল। তৃণমূল পেয়েছিল ৯টি। সেই সময় বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পায়। বোর্ড গঠন করে বিজেপি। এরপর বিধানসভা নির্বাচনেও নাগরাকাটা বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি। কিন্তু বিধানসভার নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল ভালো ফল করার পর থেকেই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। একের পর এক নাগরাকাটায় বিজেপি নেতারা তৃণমূলে যোগ দেয়।
এদিন একমাত্র বিজেপির দখলে থাকা চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের সাতজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে চলে যাওয়ায় এবারে এই গ্রামপঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এল। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।