কেন্দ্রের সংশোধিত সর্বনাশা চা আইনের প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন
কেন্দ্রীয় সরকারের সদ্য চা আইন ১৯৫৩ সংশোধনের বিরুদ্ধে যৌথভাবে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ইতিমধ্যেই এই আইনের সর্বনাশা দিক তুলে ধরতে শ্রমিকদের নিয়ে তৃণমূল ব্লক ভিত্তিক আবাসিক শিবির শুরু করেছে। আলিপুরদুয়ারে শনিবার রাজাভাতখাওয়ার পানিঝোরায় একটি রিসর্টে কুমারগ্রাম ব্লকের ১২টি বাগানের শ্রমিকদের নিয়ে দু’দিনের এই শিবির শুরু হয়। রবিবার শিবিরটি শেষ হয়।কেন্দ্রীয় সরকার চা আইনে সংশোধনী আনায় শঙ্কিত চা বাগান মালিকরাও। একইভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চা বিশেষজ্ঞরা। চা মালিকাদের একাংশ সাফ জানিয়েছেন, কেন্দ্রীয় টি বোর্ড বিকল্প ব্যবস্থা না নিলে এই আইন সংশোধনের ফলে চা শিল্পের ভবিষ্যত বলে আর কিছু থাকবে না।
শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, চা আইনের সংশোধনে আমরা উদ্বিগ্ন। কেন্দ্রে একটি শিল্প ধ্বংসকারী সরকার এসেছে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি। এই আইনের বিরুদ্ধে খুব শীঘ্রই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় আমরা বসব। চা বাগান মালিকদের আশঙ্কা, এই আইন সংশোধনের দরুণ চায়ের উৎপাদনে আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। চা বাগান করার জন্য টি বোর্ডেরও কোনও লাইসেন্স লাগবে না। যে কেউ চা বাগান গড়তে পারবে। উত্তরের চা বিশেষজ্ঞ রামঅবতার শর্মা বলেন, টি বোর্ডের অনুমতি ছাড়া যে কেউ চা বাগান তৈরি করতে পারে না। এখন চায়ের উৎপাদনকে বাজার অর্থনীতির দিকে ঠেলে দেওয়া হল। যে কেউ নিম্নমানের চা উৎপাদন করবে। চা মালিকদের বৃহৎ সংগঠন ডিবিআইটিএ’র সচিব সঞ্জয় বাগচি বলেন, প্রতি বছর ২০ লক্ষ কেজি অতিরিক্ত চা উৎপাদন হচ্ছে। গত পাঁচ বছরে চায়ের দামও বৃদ্ধি পায়নি। এবার টি অ্যাক্ট সংশোধনের দরুণ চা উৎপাদনে আর নিয়ন্ত্রণ থাকবে না। যত্রতত্র চা বাগান হলে বা চায়ের উৎপাদন হলে চায়ের গুণগত মানও ধরে রাখা যাবে না। উদ্বৃত্ত চা বিক্রির বাজারও থাকবে না।
চা শিল্পের এই বিপদ শ্রমিকদের বোঝাতেই তৃণমূল এবার চা শ্রমিকদের নিয়ে ব্লক ভিত্তিক দু’দিনের আবাসিক শিবির করা শুরু করল। আবাসিক শিবিরগুলিতে বক্তব্য রাখছেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিনোদ মিনজ সহ দলের চা শ্রমিক সংগঠনের নেতারা। শুধু টি অ্যাক্ট সংশোধনের বিপদই নয়, কেন্দ্রীয় সরকার যে চা শ্রমিকদের নিয়ে কিছুই করেনি শিবিরে তাও তুলে ধরা হচ্ছে। অন্যদিকে, চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার এতদিন কী কী করেছে শিবিরে তাও বিস্তারিতভাবে শ্রমিকদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রকাশচিক বরাইক বলেন, টি অ্যাক্ট সংশোধনের দরুণ চা শিল্প বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা সেটাই বোঝাচ্ছি শ্রমিকদের। বিজেপি যে মিথ্যা কথা বলে শ্রমিকদের ভোট নিয়েছিল, সেটাও শিবিরে তুলে ধরা হচ্ছে। আবাসিক শিবিরগুলিতে প্রতিটি চা বাগান থেকে প্রতিনিধি হিসেবে চার-পাঁচজন শ্রমিককে ডাকা হচ্ছে। যদিও বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, তৃণমূল শ্রমিকদের ভুল বোঝাচ্ছে। এতে তৃণমূলের কোনও লাভ হবে না।