মহাত্মা গান্ধীকে রাখী সাওয়ান্তের সাথে তুলনা! বিতর্কে যোগী রাজ্যের বিধানসভার অধ্যক্ষ
উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত তুলনা টানলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর সঙ্গে রাখি সবন্তের। হৃদয়ের বক্তব্য, ‘‘যদি কাপড় খুলে ফেললেই কেউ মহান হয়ে যেতেন তা হলে রাখি সবন্ত মহাত্মা গাঁধীর চেয়েও বড় হয়ে যেতেন।’’ কাল উন্নাওয়ের বাঙ্গারমাউয়ে প্রবুদ্ধ বর্গ সম্মেলনে হৃদয়ের এই মন্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই নিজের অবস্থান বোঝাতে টুইট করেন স্পিকার। তাঁর বক্তব্য, গাঁধী কম কাপড় পরতেন। শুধু ধুতি পরতেন তিনি। গোটা দেশ ওঁকে বাপু বলে। এর পরেই গাঁধীর সঙ্গে রাখির তুলনা করেন হৃদয়। এ নিয়ে সমালোচনা শুরু হতেই তিনি জানান, গাঁধীর প্রশংসা করেছেন। বোঝাতে চেয়েছেন সততার মাধ্যমে মানুষ মহান হয়ে ওঠেন।
নারায়ণ এর পর ব্যাখ্যা দেন, শুধুমাত্র পড়াশোনা করেই কেউ মহান হয়ে যান না, তাঁর মধ্যে আরও কিছু গুণ থাকার দরকার। এই প্রসঙ্গে গাঁধীর উদাহরণ দিয়ে বলেন, “উনি সংবাদপত্র পড়তেন। কম পোশাক পরতেন, ধুতি পরতেন। ওঁকে গোটা দেশ বাপু বলে।” এরপর তিনি বলেন, কেউ যদি কম পোশাক পরে মহান হয়ে যেতেন, তা হলে রাখিও মহানদের তালিকায় ঢুকে পড়তেন।