দেশ বিভাগে ফিরে যান

ব্যর্থ মোদী সরকার? দেশের আর্থিক অগ্রগতির পূর্বাভাস কমিয়ে ১০ শতাংশ করল এডিবি

September 23, 2021 | < 1 min read

ভারতের আর্থিক অগ্রগতির পূর্বাভাসে অবনমন ঘটাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও (এডিবি)। আগে এডিবি জানিয়েছিল ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক অগ্রগতি হবে ১১ শতাংশ।

বুধবার এডিবি জানিয়েছে, দেশের আর্থিক অগ্রগতির হার হবে ১০ শতাংশ। শুধু ভারতেরই নয়, সমগ্র এশিয়ার আর্থিক অগ্রগতিও ধাক্কা খাবে বলে জানানো হয়েছে। এডিবি আগে জানিয়েছিল, এশিয়ার অগ্রগতির হার হবে ৭.৩ শতাংশ।

বুধবার এডিবি জানিয়েছে, এই হার কমে দাঁড়াবে ৭.১ শতাংশ। তবে চীন আর্থিক অগ্রগতির হার ৮.১ শতাংশ ধরে রাখবে বলে এডিবি জানিয়েছে। করোনার জেরে থমকে গিয়েছে অর্থনীতি। এর বিরূপ প্রভাবেই আর্থিক অগ্রগতি ধাক্কা খাবে বলে এডিবি জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #ADB, #economic growth

আরো দেখুন