কলকাতা বিভাগে ফিরে যান

আজ ভবানীপুর বিধানসভার চক্রবেরিয়ায় নির্বাচনী সভা মমতার

September 23, 2021 | < 1 min read

ভবানীপুরে টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও দলনেত্রীর নির্বাচনী সভা রয়েছে ভবানীপুর বিধানসভার ৭০নং ওয়ার্ডে। চক্রবেরিয়া এবং পদ্মপুকুর রোডের সংযোগস্থলে। বিকেল ৪টেয় শুরু হবে সভা।

ভবানীপুরের অন্য অংশের মতো এই ওয়ার্ডেও মিশ্র ভাষাভাষী মানুষের বাস। সবধর্মের মানুষ এখানে দীর্ঘ দশক ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। গত সপ্তাহে এই অঞ্চলের বিশিষ্ট মানুষজনের সাথে কথা বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

এই উপনির্বাচনকে মোটেই হালকাভাবে নিচ্ছে না দলের শীর্ষ নেতৃত্ব। দলনেত্রী নিজেও সেকথা একাধিক বার বলেছেন। তাই ভবানীপুর বিধানসভার সর্বস্তরের সর্বজাতীর মানুষের কাছে দলের নেতা-কর্মীদের পৌঁছাতে বলা হয়েছে। দলনেত্রী নিজেও তাই এই বিধানসভার সবকটি ওয়ার্ডেই সভা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যতই দল ক্ষমতায় থাকুক এক ইঞ্চি জমিও যে তিনি বিজেপিকে ছাড়তে নারাজ সেটা তাঁর নির্বাচনী সভার সূচি থেকেই পরিস্কার।

TwitterFacebookWhatsAppEmailShare

#chakraberia, #Mamata Banerjee, #Bhabanipur Bypoll

আরো দেখুন