দেশ বিভাগে ফিরে যান

জমি জবরদখল নিয়ে আরটিআইয়ের জের, অসমে দুষ্কৃতীদের গুলিতে খুন স্বেচ্ছাসেবী

September 24, 2021 | < 1 min read

জমি জবরদখল নিয়ে জানার জন্য আরটিআই আইনে ৯০টি দরখাস্ত পেশ করেছিলেন তিনি। আর তারপরেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল স্বেচ্ছাসেবী বিপিন আগরওয়ালের। পুলিশ জানিয়েছে, শুক্রবার পূর্ব চম্পারণ জেলার হরিসিদ্ধা নামে এক জায়গায় দুই দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে তাঁর ওপরে হামলা চালায়।

অতীতেও দুষ্কৃতীরা তাঁর প্রাণনাশের চেষ্টা করেছিল। সেজন্য তিনি পুলিশের কাছে সুরক্ষা চেয়েছিলেন। প্রসঙ্গত, ৪৫ বছর বয়সী বিপিন ছিলেন নাগরিক অধিকার মঞ্চ নামে এক সংগঠনের সদস্য। ওই সংগঠন তথ্য জানার অধিকার আইন অনুযায়ী হরিসিদ্ধায় জমি জবরদখলকারীদের সম্পর্কে জানতে চেয়েছিল। সংগঠনের আহ্বায়ক শিবপ্রকাশ রাই বলেন, মৃত বিপিন জমি জবরদখলকারীদের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন। তাই তাঁকে মরতে হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #Murder

আরো দেখুন