কলকাতা বিভাগে ফিরে যান

মহালয়ার দিন থেকেই শহরে ডেঙ্গু বিরোধী অভিযানে নামছে কলকাতা পুরসভা

September 25, 2021 | < 1 min read

মহালয়ার দিন থেকেই শহরে ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। আগামী ৬ অক্টোবর মহালয়ায় শেষ হবে পিতৃপক্ষ। সেদিন থেকে ডেঙ্গুর পাশাপাশি ফুড সেফটি ড্রাইভ বা খাদ্য সুরক্ষা অভিযানে নামবেন পুরসভার আধিকারিকরা।

শহরে প্রতি বছরের মতো এবছরও পুজোর আগে খাদ্যে ভেজাল ধরতে অভিযানে নামছে পুরসভা। প্রতি বছর পুজোর সপ্তাহ খানেক আগে থেকেই কলকাতা পুরসভা এ ধরনের অভিযান চালায়। শহরের বিভিন্ন ছোট-বড় রেস্তরাঁ, খাবারের দোকান ইত্যাদি জায়গায় খাবারের গুণগত মান ঠিক আছে কি না, তা খতিয়ে দেখার কাজ চলে। ১৬টি বরোতেই আট-দশ জনের টিম নামানো হয়।

এদিকে, ওইদিনই শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ রুখতে বিশেষ অভিযানে নামছে পুরসভা। বিশেষ করে নির্মীয়মাণ বাড়ির ছাদ, অব্যবহৃত জলাশয়, নর্দমা সব জায়গাতেই জীবাণুনাশক স্প্রে করা হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেছেন, শহরের কয়েকটি এলাকায় বিশেষ করে ৭ নম্বর বরোয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি।

অন্যদিকে, মধ্য কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। পুরসভা সূত্রে খবর, শহরের ৪, ৫, ৬, ৭ নম্বর বরোয় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যথেষ্ট। তবে ম্যালেরিয়া নিয়ে শহরের বিভিন্ন সরকারি হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট পুরসভার স্বাস্থ্য বিভাগ।

ম্যালেরিয়ার মূল ওষুধ প্রাইমোকুইন। শহরের একাধিক সরকারি হাসপাতালে ম্যালেরিয়া রোগীকে এই ওষুধ দেওয়া হচ্ছে না। ফলে সমস্যা বাড়ছে। প্রাইমোকুইন নিয়ে চিকিৎসকদের মধ্যে ভুল-বোঝাবুঝি রয়েছে। পুরসভা চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে ভুল বোঝাবুঝির মীমাংসা করবেন। শীঘ্রই সেই বৈঠক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dengue, #Kolkata Municipal Corporation

আরো দেখুন