কলকাতা বিভাগে ফিরে যান

চক্রান্ত করেই রোমে যেতে দেওয়া হল না, প্রচারে মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

September 25, 2021 | 3 min read

পুরের ভোটযুদ্ধের ডঙ্কা সজোরে বাজতে শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। আবহাওয়া যতই বাধ সাধুক, প্রচারে খামতি নেই তৃণমূল নেতা-নেত্রীদের। অনেকটাই ব্যাকফুটে রাজ্য বিজেপি।

আজ ৬৩ নম্বর ওয়ার্ডের কলিন রোড ও শেক্সপিয়ার সরণি থানার কাছে প্রচার করবেন মুখ্যমন্ত্রী।

লাইভ আপডেট

৫:২৮: আমরা জবাব দেবো ভোটবাক্সে। তারপর আমি দেখছি কার কত ক্ষমতা। জনতার নাকি ওদের!

৫:২৭: ওদের কাছে এজেন্সি আছে, কখনো সিবিআই আনবে তো কখনো মানবাধিকার কমিশন।

৫:২৬: ওদের এমন দুঃসাহস কেউ বাড়িতে মারা গেলেও আমার বাড়ির সামনে তার মৃতদেহ এনে হাজির হয়। আমরাতো কাউকে মারি নি।

৫:২৫: বিজেপি ভোট লুঠ করার চেষ্টা করবে। আপনারা মাথা ঠান্ডা করে ভোট দেবেন।

৫:২৪: আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। কংগ্রেস পারেনি। ওরা বিজেপির সাথে সমঝোতা করে চলে। আমরাই পারবো। আর তার সূত্রপাত হবে এই ভবানীপুর থেকে।

৫:২৩: ভবানীপুর‌ই একদিন ভারতকে পথ দেখাবে।

৫:২২: ওরা সবাইকে দমিয়ে রাখতে পারে আমাকে পারেনা।

৫:২১: এখন খুব বৃষ্টি হচ্ছে। এটা আমাদের হাতে নেই। বৃষ্টি হলেও দয়াকরে মাক্স পড়ে গিয়ে ভোটটা দিয়ে আসবেন।

৫:২০: আমি যতবার মুখ্যমন্ত্রী হয়েছি ভবানীপুরের মানুষের আশীর্বাদ পেয়েছি।

৫:১৯: বিজেপি এসে স্বাধীনতা চলে গেছে। আমাদের স্বাধীনতাকে বাঁচাতে হবে।

৫:১৮: বাইরে থেকে মন্ত্রী এসে ভোট চাইছে। কেন ভোট দেবে? গ্যাসের দাম বাড়ালেন কেন? নোটবন্দি করলেন কেন? এনআরসি করলেন কেন?

৫:১৫: বিশ্ব শান্তির বৈঠকে যেতে না দিয়ে আপনারা ঠিক করেননি। এর সাথে দেশের সম্মান জড়িত। সব ধর্মের লোক থাকবে সেখানে। হিংসা করে ওরা আমাকে যেতে দিল না।

৫:১৪: কোভ্যাক্সিন নিয়ে যদি কেউ বাইরে যেতে পারে না, কারণ ‘হু’ অনুমোদন করেনি, তাহলে প্রধানমন্ত্রী কি করে আমেরিকা গেলেন?

৫:১৩: বিশ্ব শান্তির জন্য রোমে বৈঠক ছিল। ইতালি সরকার বিশেষ অনুমতি দিয়েছিল। কেন্দ্রীয় সরকার মানা করে দিল। বলল মুখ্যমন্ত্রীদের যাওয়া ঠিক না।

৫:১২: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিএসআর থেকে টাকা কি করে তুলল? তদন্ত হলে বিজেপি ফেঁসে যাবে।

৫:১২: এখন বলছে পিএম কেয়ার সরকারের না। তাহলে কি বিজেপি পার্টির। যদি সরকারের নাই হয় তাহলে সরকারের স্ট্যাম্প লাগিয়ে কি করে চাঁদা তুলল?

৫:১১: বাংলায় ভোটে ওরা ডেইলি প্যাসেঞ্জারি করত। সাথে এজেন্সি, বন্দুকধারী নিয়ে এসেছিল।

৫:১০: উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরায় গুন্ডামি চলছে। আমাদের নেতারা গেলে ধরে মেরে গাড়ি ভেঙে দেয়।

৫:০৯: উত্তরপ্রদেশে করোনায় মৃত্যু লুকোতে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেয়। সেই মৃতদেহ মালদা থেকে তুলে আমরা সৎকার করেছি।

৫:০৮: এনআরসি নিয়ে যখন দাঙ্গা হলো তখন মানবাধিকার কমিশন কি করছিল!

৫:০৭: অসমে, উত্তরপ্রদেশে আমাদের সাংসদদের ঢুকতে পর্যন্ত দেয়নি।

৫:০৬: এনআরসির নামে কত লোক মেরেছে। আমি এনআরসি, CAA করতে দিইনি, দেব‌ওনা।

৫:০৫: আপনারা দেখেছেন পরশু অসমে কিভাবে মানুষের সাথে অমানুষিক ব্যবহার করেছে। মেরেছে, গুলি করেছে, তার ওপর চরে নাচছে। এখন কোথায় মানবাধিকার কমিশন? বাংলায় কিছু হয়না তাও আসে। লজ্জা করে না!

৫:০৪: আমাদের সবাইকে নিজেদের পরিবারের জন্য মাক্স পড়তে হবে, ভ্যাকসিন নিতে হবে।

৫:০৩: কৃষকদের ১০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলাম সেটাও করে দিয়েছি।

৫:০২: আমরা ভোটের সময় লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিলাম। নাম লেখানো শুরু হয়ে গেছে সেই প্রকল্পে।

৫:০১: স্কুল, মাদ্রাসা সব জায়গার ছাত্র-ছাত্রীদের পড়ার জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছি।

৫:০০: আমরা বিনা পয়সায় রেশন দিই। স্বাস্থ্যসাথী কার্ড দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই। আর কোন‌ও রাজ্যে এমন সুবিধা পাওয়া যায় না।

৪:৪৯: দ্বাদশ শ্রেণীতে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। অনেকেই আছেন গরিব হলেও পড়তে চান।

৪:৫৮: কন্যাশ্রী পায় স্কুলের মেয়েরা। সাইকেল পায় ছেলেমেয়েরা। জুতো, ব্যাগ, জামা, মিড-ডে-মিল সব দেয় আমাদের সরকার। ধর্ম নির্বিশেষে সবাই পায় সুবিধা।

৪:৫৭: স্কলারশিপে বাংলা এক নম্বরে। সংখ্যালঘু স্কলারশিপেও বাংলা এক নম্বরে। মুসলিমরা শুধু মাদ্রাসা নয় স্কুলেও যান।

৪:৫৫: দাঙ্গা করা আমাদের কাজ না। আমরা আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাই। দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই।

৪:৫৩: ৩০ বছর সিপিএমের অত্যাচার সহ্য করেছি। শুধু অসম্মান, অপমান করেছে। আর লাঠি নিয়ে ঘুরেছে। বাংলার জন্য কিছু করেনি।

৪:৫২: আমাদের উৎসব শুরু হচ্ছে। আমরা এই রাজ্যে সব ধর্মের উৎসব পালন করি। বিজেপিদের মতো না আমরা।

৪:৫১: আপনারা কোভিড বিধি মেনে ঈদ, দুর্গাপুজো করেছেন। মানা করে কিছু হবে না। মানুষ ঠিক করবেন কোনটা তাদের জন্য ভালো।

৪:৪৯: আমি পায়ে চলতে পছন্দ করি। কিন্তু নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। আমি জনসভা করতে পারছিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhabanipur Bypoll, #Mamata Banerjee, #Bhabanipur

আরো দেখুন