রাজ্য বিভাগে ফিরে যান

পাঠ্যক্রম জানাতে বিশেষ পোর্টাল খোলার ভাবনা রাজ্য শিক্ষা দপ্তরের

September 25, 2021 | < 1 min read

নতুন নতুন পাঠ্যক্রম সম্পর্কে জানার জন্য বিশেষ পোর্টাল খোলার ভাবনা শিক্ষা দপ্তরের। সূত্রের খবর, ওই পোর্টালে প্রায় সাড়ে ৫০০ পাঠ্যক্রমের বিষয়ে বিশদে তথ্য থাকবে। গতকাল, শিক্ষাশেষে চাকরির সুযোগ সংক্রান্ত একটি ওয়েবিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি এই ইঙ্গিত দেন।

রাজ্যের পড়ুয়াদের জন্য অভিনব সুযোগ।  বিশেষ পোর্টাল খোলার ভাবনা শিক্ষা দপ্তরের।  পোর্টালে প্রায় সাড়ে ৫০০ পাঠ্যক্রমের বিষয়ে সুলুকসন্ধান থাকবে। আগামী ৫ অক্টোবর পোর্টালের উদ্বোধন হতে পারে।  শিক্ষা দপ্তর সূত্রে খবর, এমন অনেক পাঠ্যক্রম রয়েছে, যার খোঁজখবর অনেক পড়ুয়াই রাখেন না। রাজ্যের পড়ুয়াদের বিভিন্ন পাঠ্যক্রম সম্পর্কে অবহিত করার জন্যই বিশেষ পোর্টাল খোলার ভাবনা। শুক্রবার এক ওয়েবিনারে যোগ দিয়ে এই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। 

গতকাল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা আগামী ৫ অক্টোবর পোর্টাল খোলার কথা ভাবছি।’’  শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিশেষ এই পোর্টালে প্রায় সাড়ে ৫০০ পাঠ্যক্রমের সুলুকসন্ধান থাকবে।  নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কর্মসংস্থানের সুযোগ কোথায়, এ সব বিষয়ে বিশদে তথ্যের পাশাপাশি আগ্রহীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য সরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই প্রক্রিয়া ওই পড়ুয়াদের ভ্যাকসিনেশনের জন্য কি না, সেই প্রশ্নও উঠেছে। এদিন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আধার কার্ডের কপি নিতে বলা হয়েছে কি ভ্যাকসিনেশনের জন্য? উত্তরে ব্রাত্য বসু জানান, “হয়তো সেই কারণেই।’’এদিনের ওয়েবিনারে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন বণিকসভার প্রতিনিধিরাও। শিক্ষাশেষে চাকরির সুযোগ কোথায়, তা নিয়েই মূলত মত বিনিময় করেন আলোচকরা। শিক্ষার সঙ্গে চাকরির সম্পর্ক গড়ে তোলার দিকে লক্ষ্য রেখে আয়োজন করা হয় এই ওয়েবিনারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Education

আরো দেখুন