দেশ বিভাগে ফিরে যান

আগামীকালই তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

September 26, 2021 | < 1 min read

২০২১ সালে বিধানসভা ভোটে জয়ের পরেই এবার ২৪-এ লোকসভাকে টার্গেট করেছে তৃণমূল। সেই সূত্র ধরেই ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তার করতে বদ্ধপরিকর তারা। একদিকে যেমন ইতিমধ্যেই অসম এবং ত্রিপুরায় দলের শক্তি বাড়াতে উঠে-পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস, তেমনি আগামী বছর গোয়াতেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা বলে জানা যাচ্ছে।

তৃণমূল লড়াই করলে বিরোধী ভোট ভাগ হওয়ার কোন সম্ভাবনা নেই মনে করেছে অনেকেই। সূত্রের খবর, খুব শীঘ্রই দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জোর জল্পনা চলছে, আগামীকালই তৃণমূলে যোগ দিতে চলেছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে নাভেলিমের বিধায়ক, কংগ্রেসের প্রবীণ নেতা লুইজিনহো ফ্যালেইরো (Luizinho Faleiro)।

প্রসঙ্গত উল্লেখ্য, মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলিতেই এতদিন শক্তি বাড়ানোর চেষ্টা করছিল তৃণমূল। তবে এক্ষেত্রে গোয়া যে এবার স্ট্রাটেজিতে বড় পরিবর্তন এই নিয়ে কোন সন্দেহ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Goa, #Trinamool Congress, #Luizinho Faleiro

আরো দেখুন