দেশ বিভাগে ফিরে যান

লক্ষ্য সংগঠন বৃদ্ধি, প্রকাশিত হল গোয়া তৃণমূলের লোগো

September 26, 2021 | < 1 min read

একুশের বিধানসভা নির্বাচনে জিতে, বাংলার তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পরেই ভিন রাজ্যে সংগঠন গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। অসম, ত্রিপুরার মতো দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে সংগঠন গড়ার কাজে গতি এসেছে। এ বার পশ্চিমের রাজ্য গোয়াতেও সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সংগঠন গড়ার কাজে শনিবারই গোয়ায় গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ওই দিনই গোয়া তৃণমূলে নতুন লোগো প্রকাশ করা হয়। সেই লোগোর সঙ্গে টুইটে জাতীয় মুখপাত্র ডেরেকের একটি উদ্ধৃতিও রয়েছে।

এদিন গোয়া তৃণমূলের পক্ষে নতুন লোগোটি প্রকাশ করে টুইটারে লেখা হয়েছে, “মানুষের উন্নয়নের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিবেদিত। এই উদ্দ্যেশ্য নিয়ে যাঁরা কাজ করতে চান, সে রকম নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কোনও আপস করবে না৷ নেতা বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাই একমাত্র মানদণ্ড৷” ওই টুইটেই ডেরেককে উদ্ধৃত করে লেখা হয়েছে, “তৃণমূলে কোনও হাইকম্যান্ড সংস্কৃতি নেই৷ গোয়ার বিশ্বাসযোগ্য নেতাদের আমরা দলে নেব৷ তাঁরাই তৃণমূলকে গোয়ায় এগিয়ে নিয়ে যাবেন৷” সূত্রের খবর, শনিবার গোয়ার কয়েকজন নেতার সঙ্গে বৈঠকও করেছেন তৃণমূল সাংসদরা। তবে সংগঠন বৃদ্ধির কৌশল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ডেরেক ও’ব্রায়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Derek O’Brien, #Mamata Banerjee

আরো দেখুন