ডুরান্ড কাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ফাইনালে মহামেডান স্পোর্টিং
একেই বলে মধুর প্রতিশোধ। গ্রুপ লিগের ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। ফাইনালে পৌঁছনোর মেগা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে সেই বেঙ্গালুরুকেই মাটি ধরাল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। দর্শকপূর্ণ যুবভারতীকে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিলেন ফুটবলাররা।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করার সুযোগ পেয়েছিলেন সমর্থকরা। ৫০ শতাংশ দর্শকের উপস্থিতিতেই এদিন মাঠে নামে দুই দল। কিন্তু শুরুতেই ঘটে বিপত্তি। মাঠে বল গড়ানোর ঠিক আগে ফ্লাডলাইট নিভে যায়। ফলে নির্দিষ্ট সময়ের দশ মিনিট পর শুরু হয় খেলা। যদিও এতদিন পর সমর্থকদের উচ্ছ্বাসে সেই বিপত্তি ধামাচাপা পড়ে যায়। এরপরই জমে ওঠে খেলা।
চলতি ডুরান্ডে বাংলার একমাত্র প্রতিনিধি মহামেডান। শেষ চারের লড়াইয়ে এদিন যারা শুরুতে পেড্রো মাঞ্জির গোলে পিছিয়ে পড়েছিল। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সাদা-কালো ব্রিগেড। ত্রিনিদাদ ও টোবাগোর মার্কোস জোসেফ দলকে ম্যাচে ফেরান। ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় মহামেডান।