বিনোদন বিভাগে ফিরে যান

রাজনীতিতে যোগদানের পর আবার শুটিং ফ্লোরে ফিরলেন সায়নী

September 27, 2021 | < 1 min read

রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী সায়নী ঘোষ। দিন কয়েক হল এই অভিনেত্রী বারুইপুরে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। চলতি বছর বিধানসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট যুদ্ধে লড়াই করেছিলেন এই অভিনেত্রী। ভোটে হেরে গেলেও রাজনীতির ময়দানকে বিদায় জানাননি। বরং যুব তৃণমূলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থেকে রাজনীতির মাটি আঁকড়ে রয়েছেন তিনি। চলতি উপনির্বাচনের প্রচারেও প্রথম সারিতে রয়েছেন সায়নী। এসবের মাঝখানে অভিনয়কে ভুলে যাননি তিনি।

‘অপরাজিত’ নামে একটি ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে তিনি অভিনয় করছেন, এই খবর বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল। যদিও সেই ছবির শ্যুটিং শুরু হতে এখনও দেরি আছে। সূত্রের খবর, তার আগেই এই মুহূর্তে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘উত্তরণ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এই ছবিতে সায়নীর সঙ্গে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। যদিও পরিচালক বা অভিনেতারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। ছবির গল্প কী কিংবা এই ছবিতে সায়নীর চরিত্র কীরকম, সেই বিষয়েও এখনও কিছুই জানা যায়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিতে সায়নী ও কৌশিকের সঙ্গে অঙ্কুশকেও অভিনয় করতে দেখা যাবে। সপ্তাশ্ব বসুর পরিচালনায় সায়নী অভিনীত শেষ ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বর মাসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#shooting, #Saayoni Ghosh

আরো দেখুন