বিপ্লব দেবের বিরুদ্ধে মামলার অনুমতি চেয়ে অ্যাডভোকেট জেনারেলকে চিঠি তৃণমূলের
ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টে ফৌজদারি মামলা করার অনুমতি চাইলেন তৃণমূল নেতা তথা আরটিআই কর্মী সাকেত গোখলে। অ্যাডভোকেট জেনারেলকে দেওয়া সেই চিঠি পোস্ট করে টুইট করেছেন সাকেত। আরও লিখেছেন, আইন অবমাননা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমতি অ্যাডভোকেট জেনারেল না দিলে ত্রিপুরা হাইকোর্টের শরণাপন্ন হবেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার আদালত নিয়ে বিরূপ মন্তব্য করে বসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিও। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আদালত নয়, আমি বাঘ।’ এমনকী আদালত অবমাননা করতেও তিনি একদমই ভয় পান না। সেকথাও প্রকাশ্য অনুষ্ঠানে বলেছেন তিনি। আর এই নিয়েই দেখা দিয়েছে নয়া বিতর্ক।
গত ২৫ সেপ্টেম্বর ত্রিপুরার সরকারি অফিসারদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিপ্লব দেব। সেখানেই তিনি কথায় কথায় আদালতের রায়ের প্রসঙ্গে বলেন, ‘অনেক অফিসার বলে থাকেন, আদালত অবমাননার ভয়ে কিছু কিছু নির্দিষ্ট কাজ তাঁরা করতে পারেন না। কিন্তু এতে কেন এত ভয় পান? আদালত অবমাননার দায়ে কার জেল হয়েছে? যে সরকার চালায় তার হাতেই সব ক্ষমতা। আদালত রায় দেবেই, কিন্তু সেই রায় কার্যকর করা পুলিশের হাতে। আমি আছি তো। জেলে গেলে আমি আগে যাব! এটা এত সহজ নয়।’
তিনি এও বলেন, ‘জেলে যাওয়ার জন্য পুলিশ চাই। পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে। পুলিশ বলবে, আমরা কাউকে খুঁজে পাইনি। আদালত কী করবে?’ এরপরই বিপ্লব দেবের সংযোজন, ‘অফিসাররা আদালতকে বাঘের মতো ভয় পায়। কিন্তু এখানে আমি বাঘ। সাধারণের দ্বারা নির্বাচিত সরকারের মাথায় আমি বসে রয়েছি। আদালত সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ আদালতের জন্য নয়।’
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর করা এই সব উক্তিই অ্যাডভোকেট জেনারেলকে করা চিঠিতে উল্লেখ করেছেন সাকেত। আর এইসব উক্তির প্রেক্ষিতেই মামলা করার অনুমতি চেয়েছেন তিনি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আদালতের বিরুদ্ধে করা কটূক্তির এক যোগে নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।