বিনোদন বিভাগে ফিরে যান

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেতে পারে ডিজিটাল মাধ্যমে?

September 27, 2021 | 2 min read

পুজোর বাজারে কী কী বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তা এতদিনে প্রায় নিশ্চিত। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবিটিও এই তালিকায় রয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এখন অন্য খবর শোনা যাচ্ছে। ছবিটি নাকি সিনেমা হলের পরিবর্তে টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে মুক্তি পেতে পারে। পুজোর ছবি সিনেমা হলে মুক্তি পাওয়াটাই স্বাভাবিক রীতি। কিন্তু সেখানে এই ছবি যদি অন্য মাধ্যমে মুক্তি পায়, তাহলে সেটা ছবির প্রযোজক দেবের তরফে নতুন চমক হতে চলেছে বৈকি।মজার বিষয়, দেবের প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়ায় এতদিন ছবিটি শারদীয়ায় মুক্তি পাচ্ছে বলেই উল্লেখ করেছে। সেখানে সিনেমা হলের কোনও উল্লেখ ছিল না।

শোনা যাচ্ছে, বাংলার একটি প্রথম সারির বিনোদন চ্যানেলেও ছবিটি মুক্তি পেতে পারে। পুজোয় দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটিও মুক্তি পাচ্ছে। ইন্ডাস্ট্রির একটি সূত্র অনুসারে, যেখানে অন্য প্রযোজনার ব্যানারে তিনি নায়ক হয়ে আসছেন, সেখানে নিজের প্রযোজনা সংস্থার ছবি এনে সিনেমা হলে দর্শক ভাগের রিস্ক কেন নেবেন তিনি? অন্তত এই করোনা কালে যখন হলে দর্শক প্রায় আসতেই চাইছেন না। তাই এই ছবির অন্য মাধ্যমে মুক্তির তত্ত্ব উঠে আসছে। আর এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমে ছবিটি আনলে ক্ষতির সম্ভাবনাও তেমন নেই। কারণ, করোনা পরিস্থিতির জন্য এখন ওটিটিতে ছবি দেখায় দর্শক অভ্যস্ত হয়ে গিয়েছেন। করোনার যা গতিপ্রকৃতি তাতে এ রাজ্যের একটা বিরাট অংশ পুজোয় বাড়িতেই থাকবেন। তাঁরা নির্বিঘ্নে ডিজিটাল মাধ্যম কিংবা টিভিতে ছবিটি দেখতেই পারবেন। যদিও এই প্রসঙ্গে প্রযোজনা সংস্থা আপাতত মুখে কলুপ এঁটেছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে, শেষপর্যন্ত কী হতে চলেছে, তা আজ, সোমবার বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। উল্লেখ্য, এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘নিরন্তর’ ছবিটিও একটি বাংলা চ্যানেলে রিলিজ করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Arpita Chatterjee, #saswata chatterjee, #Hobuchandra Rajar Gobuchandra Montri

আরো দেখুন