ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বরেই, হাইকোর্টে হার বিজেপির
ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বরেই। মঙ্গলবার ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান করে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। নির্বাচনী বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার রায়দান হল আজ। এর আগে, শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখে।
ভবানীপুরে উপনির্বাচন না হলে তৈরি হতে পারে সাংবিধানিক সঙ্কট। এই মর্মে সুপারিশ করে নির্বাচন কমিশনকে চিঠি লেখেন মুখ্যসচিব। ভোটের বিজ্ঞপ্তিতে সেই কথা উল্লেখ করে কমিশন। কমিশনে চিঠি দেওয়া নিয়ে মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কয়েক দিন আগে কলকাতা হাইকোর্টে হয় মামলা। গত বৃহস্পতিবার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়।
সূত্রের খবর, শুক্রবার ভুলে ভরা এবং ত্রুটিপূর্ণ হলফনামা জমা দেয় কমিশন। আদালতের তোলা প্রশ্নের জবাব না থাকায় বিরক্ত হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও রাজর্ষি ভরদ্বাজ। এরপর ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ করেনি আদালত। শেষপর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়।
শেষপর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হল তৃণমূল। এবার জনতার আদালতে ফয়সালার পালা।