দিল্লিকে হারিয়ে প্লে-অফের দিকে এগোল কলকাতা নাইট রাইডার্স
মূলত নীতিশ রানা আর সুনীল নারিনের হাত ধরে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে প্লে-অফের দিকে এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন সব ম্যাচই কার্যত মরণবাঁচন। প্লে-অফে জায়গা পাকা করতে আজ দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হতো নাইটদদের।
ভালো বোলিং পারফরম্যান্স ছিল আজকের কেকেআর বোলিং ইউনিটের। শুরুটা করেছিলেন নারাইন এবং ফার্গুসন। পরে তাঁদের সঙ্গে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার ও টিম সাউদি। তিন জনেই দুটি করে উইকেট নেন। বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও, রান দিলেন খুবই কম। একমাত্র স্টিভ স্মিথ কিছুটা বড় রান পেলেন। একদিক ধরে রাখলেও কখনই নিজের ছন্দ পেলেন না ঋষভ পন্থ। ম্যাচের শুরুতে তিনি জানিয়েছিলেন শারজার উইকেটে ১৫০-১৬০ রানই জেতার মতো স্কোর হবে। তার জায়গায় দিল্লি ক্যাপিটালস থামল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে। জিততে গেলে ২০ ওভারে কেকেআরকে করতে হত ১২৮। রান তাড়া করে ১৮.২ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করে জিতে গেল নাইটরা।
দিল্লি ক্যাপিটালস: ১২৭-৯ (পন্থ ৩৯, স্মিথ ৩৯)
কেকেআর: ১৩০-৭ (নীতীশ রানা ৩৯, গিল ৩০)
কেকেআর ৩ উইকেটে জয়ী