লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম পর্যায়ে বরাদ্দ আড়াই কোটি টাকা
কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে দেওয়া কথায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল আগেই। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো শুরু হল বাংলার মায়েদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কাজ। সোমবার রাজ্যের ২২টি জেলার জন্য প্রথম পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট প্রায় আড়াই কোটি (২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার) টাকা বরাদ্দ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর।
আগস্ট মাসে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর থেকে রাজ্যের প্রতিটি জেলাতেই বিপুল সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে শুরু করেন। ১৫ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প শেষ হওয়ার পর দেখা যায় শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। আবেদনপত্র ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে। তার মধ্যেই প্রথম পর্যায়ের অর্থ বরাদ্দ করা হল।
নারী ও শিশু কল্যাণ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট বরাদ্দকৃত ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্যই ধার্য করা হয়েছে ২৯ লক্ষ ৮১ হাজার টাকা। প্রসঙ্গত, সোমবার পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এই জেলায় আবেদনকারীর সংখ্যা প্রায় ১৬ লক্ষের বেশি। বরাদ্দকৃত অর্থের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলার জন্য মোট ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তৃতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুর জেলার জন্য ১৯ লক্ষ ৮৭ হাজার ও মুর্শিদাবাদ জেলার জন্য ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।