রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য সরকারকে গোপনে সাহায্য করবেন অশোক লাহিড়ী? বিজেপি বিধায়কের মন্তব্যে জল্পনা

September 28, 2021 | 2 min read

বাংলার উন্নয়নের স্বার্থে তিনি প্রয়োজনে গোপনে রাজ্য সরকারকে পরামর্শ দিতেও প্রস্তুত৷ এমনই দাবি করলেন বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিড়ি (Ashok Lahiri proposal for state government)৷ বালুরঘাটের বিধায়ক অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, দল বদলের কোনও ইচ্ছে তাঁর নেই৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে অবদান রাখতেই রাজ্য সরকারকে এমন প্রস্তাব দিচ্ছেন তিনি৷ বিজেপি (BJP) বিধায়ক এই প্রস্তাব দিলেও দল তাতে সায় দেবে কি না, তা নিয়ে অবশ্য সংশয় থাকছেই৷

গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় অশোক লাহিড়ির (Ashok Lahiri) নাম ছিল অন্যতম চমক৷ অনেকেই ধরে নিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পাবেন এই ভারত সরকারের এই প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা৷ বিজেপি সরকার গঠনে ব্যর্থ হলেও নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন অশোক লাহিড়ি (Ashok Lahiri)৷ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবেও তাঁর নাম প্রস্তাব করেছিল বিজেপি৷ শেষ পর্যন্ত অবশ্য মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়৷

এ দিন সাংবাদিকদের মুখোমুখি অশোক লাহিড়ি বলেন, ‘রাজ্যের উন্নয়নে সরকার যদি কোন পরামর্শ চায়, গোপনেও তা আমি সরকারকে দিতে চাই।’

স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন সরকারকে গোপনে পরামর্শ দেওয়ার কথা বলছেন বিজেপি বিধায়ক৷ জবাবে অশোক লাহিড়ি দাবি করেন, ক্যাগ রিপোর্টের মতো সরকারের কাজের বিভিন্ন তথ্য জনসমক্ষে আসে৷ তা নিয়ে সমালোচনাও করা হয়৷ কিন্তু প্রতিটি সরকার পরিচালনার ক্ষেত্রেই গোপন কিছু বিষয় থাকে৷ ফলে অর্থনীতি সংক্রান্ত সেরকম কোনও বিষয়ে যদি সরকার তাঁর পরামর্শ নেয়, তাহলে সরকারের মনোভাবকে সম্মান দিয়ে তিনি সেই বিষয়টি গোপনই রাখবেন বলে জানিয়েছে অশোক লাহিড়ি৷

তবে বিজেপি বিধায়কের এমন প্রস্তাবে স্বভাবতই তাঁর দল বদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ অশোক লাহিড়ি অবশ্য জোরের সঙ্গে দাবি করেছেন, দল বদলের কোনও ইচ্ছে তাঁর নেই৷আগামী পাঁচ বছর বিজেপি-র হয়েই বিধায়ক থাকবেন তিনি৷ দল বদলের জল্পনা উড়িয়ে বালুরঘাটের বিধায়ক বলেন, ‘আমি আয়ারাম গয়ারামের রাজনীতি করতে আসিনি৷ আমি মুকুল নই যে এত তাড়াতাড়ি ঝরে যাবো৷’

অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে অব্যাহতি চাওয়ায় বর্তমানে অর্থমন্ত্রকের দেখভাল করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকেই৷ ফলে মমতার মন্ত্রিসভায় এখন সে অর্থ কোনও অর্থমন্ত্রী নেই৷ এই পরিস্থিতিতে অশোক লাহিড়ির রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাবে অনেকেই দুই দুইয়ে চার করছেন৷

বালুরঘাটের বিধায়ক অবশ্য বলছেন, ‘পিএসি চেয়ারম্যান হওয়ার জন্য বা বিজেপি ক্ষমতায় এলে আমি অর্থমন্ত্রী হব, এসব ভেবে আমি রাজনীতিতে আসিনি৷ আমি অশোক লাহিড়ি, অর্থনীতিবিদ হিসেবে এই প্রস্তাব দিচ্ছি৷ এই দেশ, রাজ্যের থেকে আমি অনেক কিছু পেয়েছি৷ এই বয়সে নতুন করে আর কিছু পাওয়ার নেই৷ বরং রাজ্যের উন্নয়নে কোনও অবদান রাখতে পারলে ভাল লাগবে৷’

শুধু বিজেপি-ই নয়, শাসক শিবিরও অশোক লাহিড়িকে যথেষ্ট সম্মানের সঙ্গেই দেখা হয়৷ বিধানসভায় বাজেটের উপরে তিনি বক্তৃতা দেওয়ার সময় যাতে কেউ বাধা না দেয়, মুখ্যমন্ত্রী নিজে সেই নির্দেশ দিয়েছিলেন দলের বিধায়কদের৷ অশোক লাহিড়ি যে প্রস্তাব দিয়েছেন, তাঁর উচ্চতার একজন মানুষের কাছ থেকে হয়তো সেটাই প্রত্যাশিত৷ কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য তৃণমূল- বিজেপি দুই শিবিরের যে যুযুধান সম্পর্ক, তাতে অশোক লাহিড়ি বাংলার উন্নয়নে রাজ্য সরকারকে পরামর্শ দিতে চাইলেও গেরুয়া শিবির তা অনুমোদন করবে কি না!

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Bengal govt, #Ashok Lahiri, #bjp

আরো দেখুন