অনুমতি ছাড়া মিছিল করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ
ভবানীপুরে(Bhawanipur) উপ-নির্বাচন উপলক্ষে সোমবার যদুবাবুর বাজারে শেষ লগ্নের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। অভিযোগ তোলেন তাঁকে হেনস্থা করা হয়েছে। যদিও বিনা অনুমতিতে ওই এলাকায় মিছিল করা ও অশান্তি তৈরি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ(Police)।
জানা গিয়েছে, পুলিশের দায়ের করা ওই মামলায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের পিস্তল বের করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগ তোলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে যদুবাবুর বাজার ভবানীপুর উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের দাবি এক তৃণমূল কর্মীকে প্রথমে মারধর করে বিজেপি সমর্থকরা। তারপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাতে গিয়েছে বিজেপির প্রতিনিধিদল। কমিশনের কাছে বিজেপি তরফে দাবি জানানো হয়েছে, ভবানীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক সেখানে ভোট করাতে হলে ১৪৪ ধারা জারি করা হোক।