দেশ বিভাগে ফিরে যান

নাড্ডা – সুকান্ত বৈঠকে রাজ্য বিজেপি কমিটিতে রদবদলের ইঙ্গিত

September 29, 2021 | < 1 min read

রাজ্য বিজেপির সভাপতি বদলের পর প্রত্যাশিতভাবেই বদল হতে চলেছে দলের রাজ্য কমিটিতেও। মঙ্গলবার দিল্লি সফরে এব্যাপারে দলের সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দলের রাজ্য সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রথম দিল্লি সফর সুকান্ত মজুমদারের। সঙ্গে ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় বৈঠক। ম্যারাথন বৈঠকে ঠিক হয়েছে নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম।

বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও লক্ষ্যে পৌঁছতে পারেনি তারা। সেই সব খামতি শুধরে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চায় দল। সেজন্য তরুণদের ওপরেই বেশি ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য কমিটি থেকে বাদ যেতে পারে বেশ কিছু প্রবীণ মুখ। সেখানে স্থান দেওয়া হতে পারে নবীনদের।

মঙ্গলবার সন্ধ্যায় দিলীপ ঘোষের সঙ্গে কলকাতায় ফিরেছেন সুকান্তবাবু। বিজেপির তরফে জানানো হয়েছে, বুধবার সকালে সাংবাদিক বৈঠক করবেন তিনি। সেখানে বড় কোনও ঘোষণা হতে পারে বলে অনুমান রাজনীতির কারবারিদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #JP Nadda, #Dr Sukanta Majumdar, #delhi

আরো দেখুন