ক্যানিংয়ে টানা বৃষ্টিতে উপচে গিয়েছে মেছোভেড়ির জল, বাঁধ কাটালেন তৃণমূল বিধায়ক
একের পর এক ভেরি। এদিকে টানা বৃষ্টিতে সেই ভেরির জলও উপচে গিয়েছে। এর সঙ্গেই বাসিন্দাদের অভিযোগ, মেছো ভেড়ির কারনে জল নামছে না। বুধবার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে সেই ভেড়ির বাঁধ কেটে জল বের করার ব্যবস্থা করলেন বিধায়ত শওকত মোল্লা। বুধবার দুপুরে তাম্বুলদাহ এলাকায় তিনি এই ধরনের বাঁধ কাটার ব্যবস্থা করেন। এদিন শাসকদলেরই বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বাঁধ কাটার ব্যবস্থা করায় ভরসা পেয়েছেন সাধারণ মানুষ।
বিধায়ত শওকত মোল্লা বলেন,’কোথাও ভেরি হওয়ার কারনে জল নিকাশির ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। যেখানে যেখানে এই অবস্থা আছে সেখানে নিকাশির ব্যবস্থা করা হবে। বাঁধ কেটে জল বের করার ব্য়বস্থা করা হবে। তবে মূল সমস্যা হল নিকাশি ব্যবস্থা। একদিকে মিনাখাঁ আর অপরদিকে ক্যানিং। আমাদের নিকাশির খুব সমস্যা হচ্ছে। সেকারনে ক্যানিং ২ এর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। রাস্তার উপর কোথাও কোমর জল, কোথাও আবার হাঁটু জল রয়েছে। ভেলায় করে গ্রামগুলিতে যেতে হচ্ছে। প্রায় ৫০-৬০টা মতো ক্যাম্প চলছে। প্রায় দেড় থেকে ২ লক্ষ মানুষ সমস্য়ার মধ্য়ে রয়েছেন। বাঁধ কাটার পর কিছু জায়গায় জল নামছে। কিন্তু মিনাখাঁর জলটা না নামলে সমস্যা পুরোপুরি মিটবে না।’