মুসলমানরা বাঙালি নয়? টিভি-৯-এর শব্দ প্রয়োগের প্রতিবাদ সামাজিক মাধ্যমে
এই বাংলায় হিন্দু মুসলিম পাশাপাশি বাস করলেও কিছু মানুষ বিভেদ সৃষ্টি করেন। তাঁরা মুসলিমদের বাঙালি মানতে নারাজ। কতকটা বিদ্বেষ ও অজ্ঞতার ফলে এখনও যেন রয়ে গিয়েছে বিদ্বেষ। এবার সংবাদমাধ্যমেও প্রতিফলিত হল সেই বিভাজন।
সম্প্রতি, ভবানীপুর উপনির্বাচন নিয়ে টিভি ৯ চ্যানেলে প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে মুসলিম ও বাঙালি পৃথকীকরণ করা হয়েছে। তা নিয়েই আপত্তি করেছেন সাধারণ মানুষ এবং বাঙালি জাতীয়তাবাদী সংগঠনগুলি। ক্ষমা চাওয়ার দাবিও করা হয়েছে।
জাতীয় বাংলা সম্মেলনের তরফে চ্যানেলকে ইমেইল করে বলা হয়েছে, আপনাদের চ্যানেল বিগত ২৪ সেপ্টেম্বর আগামী ভবানীপুর উপনির্বাচনের ভোট নিয়ে একটি বিশ্লেষণ অনুষ্ঠান করে যার নাম ‘ডেটামশাই’। সেই অনুষ্ঠানে এটা দেখানো হয়েছে যে ভবানীপুর কেন্দ্রে মূলত ৩ ধরণে ভোটার থাকে বাঙালি, অবাঙালি ও মুসলিম। জাতীয় বাংলা সম্মেলন এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বাঙালি একটি জাতি যার মধ্যে বিভিন্ন ধর্মালম্বী মানুষ যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ আছে। বাঙালি আর মুসলিমকে আলাদা করে দেখালে যেটা বোঝায় যে বাঙালি মুসলমান হয় না।