মুম্বইয়ের হাসপাতালে সংক্রমিত ২৯ জন ডাক্তারি পড়ুয়া
September 30, 2021 | < 1min read
কোভিড টিকা নেওয়ার পরেও মুম্বইয়ের একটি মেডিক্যাল কলেজের ২৯ পড়ুয়া করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল!
সরকারি সূত্রের খবর, কিং এডওয়ার্ড মেমোরিয়াল (এমইএম) মেডিক্যাল কলেজের মোট ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন দু’টি কোভিড-১৯ টিকাই নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩ জন এমবিবিএস পাঠক্রমের দ্বিতীয় বর্ষের এবং ৬ জন প্রথম বর্ষের পড়ুয়া।
আক্রান্ত পড়ুয়াদের মধ্যে দু’জন শহরের সেভেন হিল্স হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের পাঠানো হয়েছে বিচ্ছিন্নবাসে। প্রসঙ্গত, মুম্বইয়ের কেভিএম মেডিক্যাল কলেজ হাসাপাতালে এমবিবিএস পড়ুয়ায় সংখ্যা প্রায় ১,১০০।